সল্টলেকের এএইচ ব্লকে বেপরোয়া ডাকাতির চেষ্টা।ডাকাত ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ, লোহার রড নিয়ে হামলার অভিযোগ।
জানা গিয়েছে, আজ ভোরবেলায় সল্টলেকের এএইচ ব্লকের ১৯৩ নম্বর বাড়ির সামনে পাঁচ থেকে ছয়জন দুষ্কৃতী অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়। প্রতিবেশী এক ব্যক্তি দেখতে পেয়ে বিধাননগর পূর্ব থানায় খবর দেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিস এলে দুষ্কৃতীদের ধরে ফেলে। এরপরই পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হয়। পুলিশ কর্মীদের হাতে কামড়ে দিয়ে হাত ছিনিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ, দুটি লোহার রড সহ ডাকাতির বেশ কিছু সরঞ্জাম।
আরও পড়ুন: দেড় কেজি সোনার পেস্ট ! পাচার করতে গিয়ে বিমানবন্দরে ধরা পড়ল দুই যাত্রী, তারপর…
স্থানীয় সূত্রে খবর, যে বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে এসেছিল দুষ্কৃতীরা, সেই বাড়িটি একজন প্রাক্তন প্রফেসরের। ঘটনার সময় বাড়ির ভিতরে প্রাক্তন প্রফেসর ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা ঘুমাচ্ছিলেন। সেই সুযোগেই দুষ্কৃতীরা ডাকাতির ছক কষেছিল বলে পুলিশ সূত্রে খবর। তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজ চালানো হচ্ছে, এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে।
আরও পড়ুন: বাগুইআটিতে বিয়ের অনুষ্ঠানের মাঝেই ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১