তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রশান্ত কিশোরের সম্পর্কের অবনতি ঘটেছে? দলের নেতারা আইপ্যাক–কে আক্রমণ করছেন কেন? এইসব প্রশ্ন ইদানিং ঘুরপাক খাচ্ছিল রাজ্য–রাজনীতির অলিন্দে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (পিকে)। একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে গোটা বিষয়টি খোলসা করেছেন তিনি। সাফ জানিয়ে দিলেন, মমতার সঙ্গে তাঁর সম্পর্কে কোনও অবনতি হয়নি। আগের মতোই আছে। এই নিয়ে যাবতীয় যা গুঞ্জন শোনা যাচ্ছে সবটাই সংবাদমাধ্যমের তৈরি।
পিকে বলেন, ‘‘ওই সব সব খবর দেখে আমি শুধু হেসেছি। আমার সঙ্গে দিদির সম্পর্ক যেমন ছিল তেমনই আছে। কিন্তু সংবাদমাধ্যমকে তো কিছু করতে হবে। তাই হয়তো এ সব করছে।’’ এর পর তৃণমূলের অন্দরে চলা সাম্প্রতিক রাজনীতি নিয়েই নিজের বক্তব্যের পক্ষে সওয়াল করেছেন পিকে। তিনি বলেন, ‘‘সম্প্রতি সংবাদমাধ্যমে বলা হল, দিদি এবং আমার মধ্যে সমস্যা দেখা দিয়েছে। তার পর বলা হল, দিদি আর অভিষেকের মধ্যে সমস্যা তৈরি হয়েছে। তার পর বলা হল, অভিষেক ও আমার সঙ্গেই দিদির দ্বন্দ্ব তৈরি হয়েছে।’’ এর পর তাঁর মন্তব্য, ‘‘তিনি দলের সর্বোচ্চ নেত্রী হিসাবে দলের সংগঠনকে নতুন করে সাজাচ্ছেন। তা নিয়েও সংবাদমাধ্যমে গল্প তৈরি করা হল।’’
আরও পড়ুন: Weather report: শীতের বিদায় ঘণ্টা! রবিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে
পিকের অভিযোগ, ২০১৯ সালে তৃণমূলের সঙ্গে চুক্তির পর থেকেই তাঁকে এবং আই-প্যাককে টার্গেট করছে সংবাদমাধ্যম। একটা সময় তৃণমূলের নেতারা পরপর দল ছাড়া নিয়েও নিশানা করা হয়েছিল আই-প্যাককে (I-Pac)। ভোটের ফলাফলই সেসব অভিযোগের জবাব দিয়ে দিয়েছে।
তৃণমূল নেত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক স্বাভাবিক রয়েছে বলেই দাবি করেন পিকে। তিনি বলেন, ‘‘আমাকে সংবাদমাধ্যম প্রশ্ন করে, মমতার সঙ্গে সম্পর্ক কি আগের মতোই আছে? নীতীশ কুমারের সঙ্গে কি সম্পর্ক আগের মতো আছে? অমরেন্দ্র সিংহের সঙ্গে সম্পর্ক কি আগের মতো আছে? এমন সব প্রশ্ন কেন আসে আমি বলতে পারব না। গত ১০ বছরে আমি একাধিক ব্যক্তি ও রাজনৈতিক দলের সঙ্গে কাজ করেছি। সব সময় সম্পর্ক নষ্ট হয় না। আমারও কোনও সম্পর্ক নষ্ট হয়নি।’’
আরও পড়ুন: Anis Khan: আনিসের মৃত্যুকে ‘হত্যা’ বললেন ডিজিপি, গ্রেপ্তার ২ পুলিশ -নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী