TRAM STYLE TROLLEY BUSES WILL RUN IN THE CITY OF JOY

Trolley Bus: ‌ট্রামের আদলে কলকাতার রাজপথে চলবে ট্রলি বাস, যাত্রা শুরু কবে?‌

জ্বালানির দাম প্রতিদিন বাড়ছে। আর তাই ই–বাস, ই–অটোর পাশাপাশি চার্জিং ঝামেলা এড়াতে ট্রলি বাস নামাতে চাইছে রাজ্য। শুক্রবার এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বৈঠক শেষে তিনি জানিয়েছেন, ই–বাসের সরবরাহ ঠিক নেই। চার্জিং স্টেশনও সব জায়গায় নেই। তাই ট্রলি বাস আনার পরিকল্পনা করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে ট্রলি বাস মহানগরের রাস্তায় প্রথমে নামবে। প্রয়োগ সফল হলে সংখ্যা বাড়ানো হবে। তবে ট্রলি বাস চালানোর পরিকল্পনা যে আসলে ট্রামকে একেবারে লাটে তুলে দেওয়ার জন্য তেমনটা মনে করছেন শহরের ট্রাম গবেষক ও প্রেমীরা ।

ট্রলি বাসের অপর নাম ট্র্যাকলেস ট্রলি । কারণ ট্রামের তার থেকে বিদ্যুৎ নিলেও বাসটি চালাতে নির্দিষ্ট কোনও ট্র্য়াকের প্রয়োজন পড়ে না কারণ এতে লাগানো থাকে রবারের টায়ার । সম্প্রতি রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম এই কথা জানিয়েছেন । প্রথমে ইউক্রেন থেকে আনার কথা ছিল বাসটি । তবে যুদ্ধের জন্য সেই পরিকল্পনা পরিবর্তন করা হয় । এবার এই বাসটি আনা হচ্ছে পোল্যান্ড থেকে ।

আরও পড়ুন: মদ গিলে বন্ধুর স্ত্রীকে আবির মাখানো নিয়ে বচসা, রিজেন্ট পার্কে গুলিতে খুন যুবক

শহরের বিভিন্ন জায়গায় ট্রাম ট্র্যাক পাতা রয়েছে যার বেশিরভাগই এখন আর ব্যবহার হয় না । কোনও ব্রিজের ভার কমাতে, আবার কখনও ট্রাম যানজটের সৃষ্টি করে বিভিন্ন কারণে তাই আজ শহরের বেশিরভাগ ট্রাম রুটই বন্ধ করে দেওয়া হয়েছে ।এই পরিস্থিতিতে পরিবহণ দফতর যে ট্রলি বাস চালাবার পরিকল্পনা নিয়েছে তা যে আসলে ট্রামকে একেবারে লাটে তুলে দেওয়ার জন্য তেমনটাই মনে করছেন শহরের ট্রাম গবেষকরা ।

ট্রলি বাস নামানোর পরিকল্পনার পাশাপাশি ই–বাসের সমস্যা মেটাতে শহরের সর্বত্র চার্জিং স্টেশন তৈরি ও ই–বাস তৈরি নিয়েও একাধিক বেসরকারি সংস্থার সঙ্গে কথা বলেছে রাজ্য। দূষণ রোধে ই–অটো নামানোর পরিকল্পনাও রয়েছে রাজ্যের।

আরও পড়ুন: মতুয়া মেলায় যাওয়ার পথে অসুস্থ, রাজভবনে চলছে রাজ্যপাল ধনকড়ের চিকিৎসা