সোমবার থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। আগেই জানা গেছিল, ওয়াকফ বিলের বিরোধিতায় প্রস্তাব আনতে চায় তৃণমূল কংগ্রেস। এবার জানা গেল, ওয়াকফ বিলের বিরোধিতায় পথেও নামছে তাঁরা। আগামী ৩০ নভেম্বর সভা ডাকা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। রানি রাসমণি রোডে হবে সেই সমাবেশ।
ওইদিন রানি রাসমণি রোডে এই সভা হবে। তৃণমূলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান তথা ইটাহারের বিধায়ক মোশারাফ হোসেন এই সভা করবেন। ওয়াকফ বিল নিয়ে দলের অবস্থান স্পষ্ট করবেন লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক কল্যাণ বন্দ্যাপাধ্যায়, থাকবেন মেয়র ফিরহাদ হাকিমও। তৃণমূলের অভিযোগ, বিজেপি সরকার আদতে এই বিল এনে সংখ্যালঘুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। বিল লাগু করে তাঁরা ধর্মীয় মেরুকরণ করতে চাইছে। এর প্রতিবাদেই বিরাট জনসভার ডাক দেওয়া হয়েছে।
(বিস্তারিত আসছে)