Weather Today: kolkata temperature touches 43 degree sets all time record

Weather Today: শহরের উষ্ণতম দিন! ৭০ বছর পর ফের কলকাতার তাপমাত্রা ৪৩

সর্বকালীন রেকর্ড গরম কলকাতায়। মঙ্গলবার দুপুরে ৭০ বছর পর আবার ৪৩-এ পৌঁছে গেল কলকাতার পারদ। কলকাতা ছাড়াও বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। আগামী তিন দিন চূড়ান্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।

এপ্রিলজুড়েই দাবদাহ চলছে বঙ্গে। সোমবার দুপুরে শহরের তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সেই তাপমাত্রা ২ ডিগ্রি বাড়ল। ভাঙল গত সাত দশকের রেকর্ড। ইতিহাস বলছে, উনিশ শতকের গোড়াতেও রেকর্ড ভাঙা গরম পড়েছিল বঙ্গে। ১৯০২-র ২ এপ্রিল কলকাতার পারদ ছুঁয়েছিল ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস। এর পর ১৯৫৪-র এপ্রিলে একইরকম দাবদাহের শিকার হয়েছিল কলকাতা। সেবারও রেকর্ড গড়ে তাপমাত্রার পারদ ছুঁয়েছিল ৪৩.৩ ডিগ্রি। এবার এপ্রিলের শেষে তাপমাত্রা দাঁড়াল ৪৩ ডিগ্রি। পারদ ৪৩ ডিগ্রি হলেও গরম অনুভূত হচ্ছে ৪৬ ডিগ্রির মতো।

রাজ্যের মধ্যে সব থেকে বেশি গরমের সাক্ষী কলাইকুন্ডা। সেখানে দিনের তাপমাত্রা ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিন মেদিনীপুরে রেকর্ড তাপমাত্রা ছুঁল। মেদিনীপুর শহরে মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ তাপমাত্রার পারদ ছিল ৪৭.৪ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরের তাপমাত্রা হিসাবে এখনও পর্যন্ত এটি সর্বকালীন রেকর্ড, এমনটাই জানিয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দফতরের আধিকারিক।

শনিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। সপ্তাহান্তে রবিবার স্বস্তি দিতে পারে ঝড়বৃষ্টি।উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের রবিবার বজ্রবিদ‌্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সোমবার ও মঙ্গলবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে শহরবাসী স্বস্তি পাবে কী না এব‌্যপারে স্পষ্ট করেনি হাওয়া অফিস।