পূর্বাভাস মিলিয়ে মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা-সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গে নামে বৃষ্টি। কলকাতা ও লাগোয়া এলাকায় প্রবল বর্ষণের সঙ্গে পূর্বাভাস ছিল শিলাবৃষ্টিরও। এদিন কলকাতায় বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টি হয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে।
পূর্বাভাস অনুসারে, পশ্চিমি ঝঞ্ঝার জেরে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে একযোগে শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে যোগ হয়েছে আরবসাগর ও বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাস। এদিন সন্ধ্যা ৬.৩০ মিনিট নাগাদ আকাশ কালো করে কলকাতায় বৃষ্টি নামে। সঙ্গে ছিল বিদ্যুতের চমক। প্রথমে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলেও পরে তীব্রতা বাড়ে। এর পর শুরু হয় শিলাবৃষ্টি।
আরও পড়ুন: আবারও করোনার থাবা সৌরভের পরিবারে! রিপোর্ট পজিটিভ সানার, আক্রান্ত পরিবারের একাধিক সদস্য
নাগের বাজার থেকে এয়ারপোর্ট অঞ্চলে বেশ কিছু ক্ষণ শিলাবৃষ্টি হয়। আগামী দু’তিন ঘণ্টায় নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার নানা জায়গার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিস জানিয়েছে। হাওয়া অফিসের পূর্বভাস বলছে, কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন। তাপমাত্রাও বেড়েছে অনেকটা।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, শনিবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি। সব থেকে বেশি বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার। রবিবার দুর্যোগ থেকে মুক্তি মিলতে পারে। জানুয়ারিতে রাজ্যে বৃষ্টি অতি বিরল ঘটনা। গতবছর লাগাতার বর্ষণের পরে নতুন বছররের শুরুও হল বৃষ্টি দিয়েই।
এই অকাল বৃষ্টি নিয়ে কৃষকদের ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। জোরালো বৃষ্টি নামার আগে তাঁরা যাতে খেতের পাকা ফসল তুলে ফেলেন, তার পরামর্শ দেওয়া হয়েছে। জমিতে যাতে জল না জমে সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন: GangaSagar Mela 2022: শুভেন্দু-হীন কমিটি গড়ল হাইকোর্ট, জারি হল নতুন নিয়ম