ভোর থেকেই ঘন কুয়াশা। ক্রিসমাসের সকালেও কুয়াশার চাদরে ঢাকল কলকাতা। বছর শেষের কয়েক দিনও কুয়াশার পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আগামী কয়েক দিন শহর এবং শহরতলিতে একই ভাবে কুয়াশার পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা বেড়েছে। আগামী কয়েকদিনও তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
ঘন কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতা সংলগ্ন জেলাগুলোও। সকাল আটটাতেও দৃশ্যমানতা বেশ কম। সড়কে হেড লাইট জ্বালিয়ে চলছে গাড়ি। ঠান্ডার আমেজে সকাল থেকেই কোথাও আগুন পোহাচ্ছেন কেউ, কোথাও গরম চায়ে গলা ভিজিয়ে নিচ্ছেন মানুষ। কোন্নগর থেকে চন্দননগর, রিষড়া থেকে চুঁচুড়া– ছবিটা একই। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতার অভাবে বন্ধ ফেরি সার্ভিস।
দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট থাকবে। কুয়াশা কেটে গেলে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এর ফলে পুবালি হাওয়ার দাপট বাড়বে। কমবে উত্তর পশ্চিমি শীতল হাওয়ার প্রভাব। আগামী কয়েকদিন একই রকম থাকবে তাপমাত্রা। সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা। বেলা বাড়লে পরিষ্কার আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ। আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬১ থেকে ৯৫ শতাংশ। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বজায় থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট। বাংলাদেশ ঘূর্ণাবর্তের ফলে পূবালি হাওয়ার দাপট বাড়ছে।কমবে উত্তর পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব। বাড়বে কুয়াশার দাপট। আগামী কয়েকদিন একইরকম থাকবে তাপমাত্রা। উত্তরবঙ্গের জেলাগুলি যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় বাড়বে কুয়াশার দাপট। বৃহস্পতিবার সিকিমে বৃষ্টির সম্ভাবনা। তুষারপাতও হতে পারে।
https://www.thenewsnest.com/kolkata-weather-update-in-kolkata-in-christmas/