website of Kolkata Police is not secure, there is explosive information in front

Kolkata Police : কলকাতা পুলিশের ওয়েবসাইটে লুকিয়ে বিপদ! খোয়াতে পারেন সর্বস্ব!

বিগত কয়েকমাস ধরেই কলকাতা পুলিশের ওয়েবসাইট কে ঘিরে দেখা দিয়েছে একাধিক সমস্যা। হয়রানি ও প্রতারনার মতো ঘটনা গুলিকে কেন্দ্র করে একাধিকবার একাধিক অভিযোগ উঠে আসতে থাকে নাগরিকদের তরফ থেকে। এই নিয়েই এবার সামনে আসল এক চাঞ্চল্যকর তথ্য। কলকাতা পুলিশের ওয়েবসাইটই অসুরক্ষিত। যে লিঙ্কে ক্লিক করে আপনি অনলাইনে জরিমানা দেন, সেখানে ব্যক্তিগত ব্যাঙ্কিং তথ্য শেয়ার করেও আপনি পড়তে পারেন বিপদে!

সম্প্রতি কলকাতা পুলিশের তরফে সতর্ক করা হয়েছে, কোনও ওয়েবসাইটে ঢোকার আগে https থাকলে নিরাপদ, http থাকলে নয়। কিন্তু দেখা যাচ্ছে, কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটটিই সুরক্ষিত নয়। kolkatapolice.gov.in লিখে সার্চ করলে URL শুরু হচ্ছে http দিয়ে। গুগল জানাচ্ছে সাইটটি সুরক্ষিত নয়।

আরও পড়ুন: Joy Banerjee: ‘বিজেপির বাঙালি বিরোধী অবস্থান দেখে’‌ জোড়াফুলের পথে জয়

কলকাতা পুলিশের অফিশিয়াল সাইট দিয়ে আর্থিক লেনদেন হয় না ঠিকই, কিন্তু অনলাইনে জেনারেল ডায়েরির খোঁজ নেওয়া কিংবা পুলিশকে ফিডব্যাক দেওয়ার কলামে মোবাইল নম্বর বা ই-মেল আইডি দিতে হয়। সাইটটি সুরক্ষিত না হওয়ায়, তা বিপজ্জনক, বলছেন বিশেষজ্ঞরা।

বিধাননগর পুলিশ কমিশনারেট, আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ওয়েবসাইটও NOT SECURE। এই সাইটগুলি থেকে আবার ফাইনও জমা দেওয়া হয়। সব থেকে উদ্বেগের বিষয়, রাজ্য পুলিশের অফিশিয়াল সাইট wbpolice.gov.in-কেও সুরক্ষিত নয় বলছে গুগল। যারা হ্যাকার রয়েছে, তারা যে কোনও সময়েই কলকাতা পুলিশের এই সাইটের মতো দেখতে একটা সাইট বানিয়ে মানুষকে ঠকাতে পারে। এটা একটা বড়সড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। সেই আশঙ্কা করছেন সাইবার বিশেষজ্ঞরা। কলকাতা পুলিশও মানছে এক্ষেত্রে https থাকা উচিত।

আরও পড়ুন: মাত্র ৯০০ ট্যুইট করেছি! জবাব পাইনি, মমতার বিরুদ্ধে সোচ্চার ধনখড়ের