পুরভোটে রাজ্যজুড়ে হিসার খবরে উদ্বিগ্ন রাজ্যপাল তলব করলেন রাজ্য নির্বাচন কমিশনারকে। সোমবার দুপুরে দেখা করবেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস (State Election Commissioner Saurab Das)৷ গতকালই রাজ্যের বকেয়া পুরসভাগুলির নির্বাচন সম্পন্ন হয়েছে৷ বিরোধীদের দাবি, অবাধ ছাপ্পা, রিগিং ও সন্ত্রাস হয়েছে পুরভোটে৷ তাদের নিশানায় তৃণমূল৷ পাল্টা শাসকদলের দাবি, বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে৷ এরই প্রেক্ষিতে সৌরভ দাসকে ডেকে পাঠান রাজ্যপাল৷ সোমবার দুপুর সাড়ে তিনটে রাজভবনে হবে রাজ্যপালের মুখোমুখি হবেন রাজ্য নির্বাচন কমিশনার৷
পুরভোট নিয়ে রাজ্যপালকে বিস্তারিত রিপোর্ট দেবেন রাজ্য নির্বাচন কমিশনার৷ সেই সঙ্গে সৌরভ দাসের কাছে জগদীপ ধনখড় জানতে চাইবেন, কেন বকেয়া পুরসভাগুলির সঙ্গে হাওড়ায় ভোট হল না? করোনার জেরে ডাকা লকডাউনের কারণে দু’বছর ধরে পুরসভার নির্বাচনগুলি বকেয়া ছিল৷ সেই বকেয়া নির্বাচনগুলি সম্পন্ন হয়েছে৷ শুধু বাকি হাওডার নির্বাচন৷
আরও পড়ুন: Sadhan Pande: সোমবার শেষকৃত্য সাধনের, অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার
State Election Commissioner Shri Saurab Das will brief Guv Shri Jagdeep Dhankhar today at 3.30 PM at Raj Bhawan.
SEC is expected to update on election process on February 27 as also why there is SEC failure of constitutional duty to hold elections to the Howrah Municipality. pic.twitter.com/VQwAIErTuR— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) February 28, 2022
প্রসঙ্গত, পুরভোটে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আগেই সতর্ক করেছে কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে কি না, প্রয়োজন থাকলে কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, সেই সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনকেই। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল, কোথাও কোনও গন্ডগোল হলে তার দায় নিতে হবে কমিশনকেই।
আরও পড়ুন: Russia-Ukrain War: রাজ্যের বহু পড়ুয়া আটকে ইউক্রেনে, ফেরাতে ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু রাজ্যের