মঙ্গলবার কার্যত ভোর থেকেই কলকাতা বিমানবন্দরের প্রস্থান গেটের সামনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির (ED) চারটি গাড়ি রাখা ছিল। মোতায়েন ছিল বিশাল কেন্দ্রীয় বাহিনী। পার্থকে নিয়ে ৫টা ৪০ মিনিটে ভুবনেশ্বর থেকে রওনা দেয় ইডি। এটিই কলকাতায় আসার প্রথম বিমান ছিল। ৬টা ৩৪ মিনিট নাগাদ কলকাতায় অবতরণ করে তা। সেখান থেকে সোজা সিজিও কমপ্লেক্সে পৌঁছন।
তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বলেছিলেন, ‘‘বিচারে আইন যা রায় দেবে, আমাদের দল মেনে নেবে। বিচারে যত চরমই শাস্তি হোক, আমরা কোনও হস্তক্ষেপ করব না। যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আই ডোন্ট মাইন্ড!’’ দলনেত্রীর এ হেন মন্তব্যের সঙ্গে ‘সহমত’ পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার বিমানবন্দরে সাংবাদিকরা এ প্রসঙ্গে পার্থের প্রতিক্রিয়া জানতে চাইলে, তিনি স্পষ্টই বলেন, “ঠিক বলেছেন”।
আরও পড়ুন: SSC দুর্নীতি: পার্থ ও পরেশের বাড়িতে ED হানা, তল্লাশি রাজ্যের ১৩ জায়গায়
আরও পড়ুন: TV in Local Train: লোকাল ট্রেনে টিভি! নতুন পরিষেবা চালু হাওড়ায়, নজরদারিতে বিশেষ ব্যবস্থা পূর্ব রেলের