Bengali women's outfit incomplete without bindi, find out which one will suit your face

টিপ ছাড়া অসম্পূর্ন বাঙালি নারীদের সাজ, জেনে নিন আপনার মুখে কোনটা মানাবে

টিপ ছাড়া বাঙালি নারীদের সাজ যেন পূর্ণতা পায় না। তা শাড়ি, লেহেঙ্গা কিংবা সালোয়ার কামিজ হোক! একটি ছোট্ট টিপ সৌন্দর্য অনেকটা বাড়িয়ে দিতে পারে। অনেকেই আছেন যারা খুব বেশি মেকআপ না করলেও ছোট্ট টিপ আর কাজল পরেন। এতেই কিন্তু তাদেরকে অসম্ভব সুন্দরী দেোয়। আবার যারা বেশ সাজতে ভালবাসেন, তারা টিপ নিয়েও নানা পরীক্ষা-নিরীক্ষা করেন।

তবে সব আকারের টিপ সবার মুখে মানানসই নয়। সুন্দর করে সাজার পর যদি ভুল একটি টিপ পরেন তাহলে দেখতে বেশ বেমানান লাগবে। তাই কোন মুখের জন্য কেমন টিপ পরা উচিত তা জেনে নিন-

  • মুখের আকৃতি যদি গোল হয় তাহলে ভুল করেও বড় মাপের টিপ পরবেন না বরং একটু লম্বাটে ডিজাইনের টিপ পরুন। যদি গোল টিপ পরতে চান তাহলে ছোট মাপের গোল টিপ পড়তে পারেন।
  • পানপাতা বা হার্টশেপ মুখ যাদের তারা যে কোনো আকার ও ডিজাইনের টিপ পরতে পারেন। তবে ছোট গোল টিপ পরলেই বেশি ভালো দেখাবে। বড় সাইজের টিপ একেবারেই পরবেন না এতে কপাল বড় দেখাবে।

আরও পড়ুন: বলিরেখা দূর করতে চান? এই শীতে ভরসা রাখুন কমলালেবুর খোসায়

  • মুখের আকৃতি চৌকো হলে চারকোনা ছোট টিপ পরতে পারেন। এতে মুখের আকৃতিতে একটা ভারসাম্য আসবে।
  • লম্বাটে বা ওভাল মুখ যাদের তাদেরকে গোল টিপে বেশি মানাবে। তা ছাড়াও আপনি চাইলে অন্য ডিজাইনের টিপও পরতে পারেন।
  • যাদের কপাল অনেকটা বড় তারা বড় মাপের বা একদম ছোট মাপের টিপ না পরে মাঝারি মাপের টিপ পরুন।
  • কপাল ছোট হলে দুই ভ্রুর ঠিক মাঝখানে একটা ছোট্ট টিপ পরুন।

আরও পড়ুন: Tan Removal Pack: গরমের শুরুতেই ত্বকে ট্যানের সমস্যা? রইল পাঁচটি ফেসপ্যাকের হদিশ