চুল আঁচড়ানো, শ্যাম্পুর করার পর চুল ঝরতে থাকে। বিশেষ করে গরমকালে এই সমস্যা যেন বেশিই হয়। গরমে অত্যাধিক তাপের কারণে ঘাম হয়। মাথার ত্বকও ঘামতে থাকে। অতিরিক্ত ঘামের কারণে চুলের গোড়া আলগা হয়ে চুল উঠতে শুরু করে। চুল ভালো রাখার জন্য দৈনন্দিন জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনুন –
১. একদিন পর পর শ্যাম্পু করুন। শ্যাম্পু করার আগে আঙ্গুল দিয়ে হালকা করে ম্যাসাজ করুন। তারপর ভালো কন্ডিশনার লাগান।
২. একটি পাত্রে তিন-চার চামচ পাতিলেবুর রস নিয়ে তাতে খানিকটা জল মিশিয়ে নিন। এরপর চুলের গোড়ায় আলতো করে ম্যাসাজ করুন। ৩০ মিনিট রেখে তিন-চার চামচ নারকেল তেল বা আমন্ড তেল দিয়ে মাসাজ করুন। ৩০ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে নিলেই চুলের গোড়া মজবুত হবে।
আরও পড়ুন: Rose Water: উপহারে পাওয়া ফুল ফেলে না দিয়ে তৈরি করে নিন গোলাপ জল, কী কী গুণ আছে জানুন
৩. স্নান করার আগে মাথার তালুতে অ্যালোভেরা রস বা জেল লাগাতে পারেন। বাড়ির বাইরে যাওয়ার আগে চুলে জেল, ওয়াক্স, হেয়ার স্প্রে-এর ব্যবহার করবেন না।
আরও পড়ুন: Ice Facial: গরমে পার্লারে না গিয়ে বরফ দিয়ে করুন মুশকিল আসান