Hair Care Tips: Say Goodbye To Frizzy Hair With These Easy Tips

Hair Care Tips: রুক্ষ চুল নিয়ে বেজায় চিন্তায়? আপনার জন্য থাকল দুটি মুশকিল আসন টিপস

দেবস্মিতা দত্ত: রুক্ষ চুল নিয়ে বেজায় চিন্তায় থাকেন পড়ুয়া ও কর্মজীবী পুরুষ – মহিলারা। পরিবেশের দূষণকে হার মানিয়ে চুলের যত্নের জন্য নিজেই বাড়িতে কিছু উপকরণের মাধ্যমে কেমিক্যাল বিহীন ট্রিটমেন্ট করে চুলের পুরোনো জেল্লা ফিরে পান। সহজ কিছু টিপস ফলো করে দেখুন, নিজেই নিজের চুলের প্রেমে পড়তে বাধ্য হবেন।

পিঁয়াজের রস এদেশে এক ঐতিহ্যগত এক ঔষধ ,যা চুলের জেল্লা বাড়াতে সাহায্য করে। সেই সঙ্গে চুলের ঝরা কমাতে ও চুল বাড়ানোর জন্য বহুদিন থেকে ব্যবহার করে মানুষ। এতে সালফার, ফসফোরাস , ভিটামিন সি, বি ৬ , এ , ডি এবং অনেক অ্যান্টিঅক্সসিডেন্ট থাকে। যা চুলকে মজবুত করতে সাহায্য করে।

এবার জানুন কী ভাবে ব্যবহার করবেন এই পিঁয়াজের রসকে !

যা লাগবে :
* একটা পিয়াজের রস।
* নারকেল তেল ২ চামচ।
* আধ টেবিল চামচ লেবুর রস।
* এক টেবিল চামচ মধু।

সব উপাদান আপনার স্ক্যাল্পে ও পুরো চুলে ভালো মতো প্রয়োগ করে আধ ঘন্টা রেখে দিন। তারপর শ্যাম্পু করে চুল শুকিয়ে নিতেই দেখবেন চুলের জেল্লা আগের থেকে দ্বিগুন হয়েছে। সপ্তাহে দুই থেকে তিন বার ব্যবহার করলেই চুলের জট , রুক্ষতা ও চুল পরার হাত থেকে মুক্তি পাবেন।

চুলের বৃদ্ধিতে এলোভেরার গুরুত্ব অপরিসীম। নতুন চুল গজাতেও এলোভেরার গুণ যথেষ্ট। ১৭৫০ খৃস্টপূর্বাব্দ থেকে এই গাছের ব্যবহার শুরু। এলোভেরার ৪৫০ টিরও বেশি উপজাতি রয়েছে। এটি আপনার চুলের স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়ায় , এর মধ্যে এক প্রকার উপাদান আছে যা মাথার তালুর রাশ ,চুলকানি ও জ্বালাভাব দূর করতে পারে।

এবার আসি উপকরণ নিয়ে :

i ) আধ কাপ এলোভেরার রস ও এক চতুর্থাংশ আদার রস নিয়ে কুড়ি মিনিট ম্যাসেজ করুন। এই ভাবেই সারা রাত রেখেদিন। পরেরদিন শ্যাম্পু করে নিন।

ii ) একটি পাত্রে এলোভেরার রস সঙ্গে ল্যাভেণ্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে , পাম্প বোতলে নিয়ে শ্যাম্পুর পর স্ক্যাল্পে ব্যবহার করুন।

iii ) ক্যাস্টর অয়েল ও এলোভেরার রস , আপনার চুলের দীপ্তি ফিরিয়ে আনতে সক্ষম হবে।

চুলের স্বাস্থ্যের জন্য সপ্তাহে দুই থেকে তিন বার এগুলো ব্যবহার করতে পারেন।