Tips To Make Your Perfume Last Longer

Happy Perfume Day 2022: জেনে নিন শরীরে সুগন্ধ দীর্ঘস্থায়ী করার উপায়

এক নিমেষেই মন ভাল করে দিতে পারে পারফিউম। গরম হোক বা বর্ষা কিংবা শীত পছন্দের পারফিউমের সুগন্ধ নিমেষে মনকে চাঙ্গা করে তুলতে পারে। এছাড়াও সারাদিন ফুরফুরে থাকতে ভরসা সেই পারফিউম। বিভিন্ন ধরণের সুগন্ধি করার কয়েকটা সহজ উপায় জেনে নিন।

  • সকলের মাঝে নিজেকে আকৃষ্ট করতে, পারফিউমের গন্ধ মনসংযোগ বাড়াতেও সাহায্য করে। ভাল পারফিউমের গন্ধে আপনার মন স্নিগ্ধতা আসে তাতে নতুন কোনও কাজে ভাল করে মন দিতে পারবেন। আর মন দিয়ে কাজ করলে সাফল্যের সম্ভাবনাও থাকে বেশি। স্নান করে বেরোনোর ঠিক পরেই Perfume লাগিয়ে নিন। স্নান করে বেরোনোর ঠিক পরেই পারফিউম লাগালে ত্বক Perfume ধরে রাখতে পারে। স্নানের পরে যে কোনও ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়ে তারপর Perfume স্প্রে করুন।
  • বাড়িতে থাকার সময় একটু যদি গায়ে Perfume ছড়িয়ে নেন তাহলে গোটা ঘরে সুগন্ধ ছড়িয়ে থাকবে। পরিবারের সদস্যদের তো বটেই আপনারও মন ভাল থাকবে। Perfume র বোতল ঝাঁকাবেন না, অনেক সময়ই আমরা অভ্যাসবশত ক্রিম বা ময়েশ্চারাইজ়ারের বোতল ঝাঁকিয়ে নিই। ঝাঁকালে  Perfume র  বোতলে হাওয়া ঢুকে গন্ধ ফিকে হয়ে যেতে পারে।

আরও পড়ুন: সামনেই বিয়ে? বুক করার আগে মেকআপ আর্টিস্টকে এই প্রশ্নগুলি অবশ্যই করুন

  • পারফিউম রাখতেও হবে যত্ন করে, খুব চড়া আলো আসে বা গরম থাকে এমন জায়গায় পারফিউমের বোতল রাখবেন না। ঠাণ্ডা, অন্ধকার জায়গাই পারফিউমের জন্য সবচেয়ে ভাল বলে উপদেশ বিশেষজ্ঞদের।
  • পালস পয়েন্ট ছাড়াও শরীরের অন্য কিছু অংশে স্প্রে করলেও Perfume টেকে বেশি। কানের পিছনে, পেটে, হাঁটুর পিছনে, এমনকি গোড়ালিতেও পারফিউম লাগানো যায়। আসলে অনেকেই শুধু শরীরের উপরের দিকে পারফিউম লাগান। কিন্তু শরীরের নিচের দিকের অংশে সুগন্ধি স্প্রে করলে স্থায়িত্ব অনেক বেশি হয় কারণ নিচের পালস পয়েন্টগুলো থেকে গন্ধটা ধীরে ধীরে উপরদিকে উঠে আসে।
  • Perfume বাছুন বুদ্ধি করে। কেনার সময় তিনটে নোট আলাদাভাবে দেখে নিন। আপনার যদি হালকা ফ্লোরাল বা ফ্রুটি সুগন্ধ পছন্দ হয়, তা হলে ভারী বেস-নোটের পারফিউম প্রথমে লাগিয়ে তার উপর হালকা সুগন্ধ লাগাতে পারেন।

আরও পড়ুন: Vaginal Hygiene Tips: গোপনাঙ্গের যত্ন নিয়ে কেউ কথা বলে না, আপনার জন্য রইল গোপন টিপস…