Unknown Benefits of Mango Leaves: Don't Throw Them Away!

Mango Leaves: ফেলবেন না, ত্বক- চুলের যত্নে কাজে লাগান আমপাতা

আমের স্বাদ ছাড়া ভারতীয় গ্রীষ্ম অসম্পূর্ণ৷ সুস্বাদু এই ফলের স্বাস্থ্যগত গুণেরও শেষ নেই৷ কিন্তু আমরা অনেকেই জানি না আমপাতার উপকারিতাও অসংখ্য৷ বাংলা ছড়া ‘আমপাতা জোড়া জোড়া মারব চাবুক চলবে ঘোড়া’ থেকে পুজোপার্বণে আম্রপল্লবের মাঙ্গলিক উপস্থিতির পাশাপাশি অনেক জায়গায় আমপাতা ব্যবহার করা হয় চায়েও৷ ভিটামিন এ, বি এবং সি ভরপুর আমপাতার গুণাগুণ একাধিক৷

ত্বকের যত্ন-

ত্বকের যত্নে আমপাতার উপকারিতার শেষ নেই৷ ত্বকের উপর সূক্ষ্ম দাগ, ত্বকে বয়সের ছাপ, শুষ্কতা দূর করে এই পাতার গুণ ৷ এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ নিয়ন্ত্রণ করে ত্বকের জ্বলুনিও৷ চটজলদি উপকার পেতে আমপাতা পুড়িয়ে সেই ছাই ব্যবহার করুন পোড়ার ক্ষতে ৷ উপশম হবে দ্রুত ৷

চুলের যত্ন –

যদি আপনার চুল নিষ্প্রাণ ও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে৷ বা চুলের বৃদ্ধি বিঘ্নিত হয়, তাহলে আমপাতা আপনার কাজে আসবে ৷ এই পাতায় থাকা ভিটামিন এ ভিটামিন সি আপনার চুলের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখে৷ নতুন চুল জন্মাতে সাহায্য করে৷

আরও পড়ুন: BB cream vs CC cream: জেনে নিন আপনার ত্বকের জন্য কোনটা ঠিক?

রক্তে শর্করা নিয়ন্ত্রণে

মধুমেহ রোগীদের জন্যও আমপাতা কার্যকর ঘরোয়া টোটকা৷ কারণ আমপাতার জন্য রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত থাকে৷ ফলে ডায়াবেটিসকে বশে রাখতে ব্যবহার করুন আমপাতা৷

হেঁচকি বন্ধে

অনেক সময় দেখা যায় কিছুতেই হেঁচকি বন্ধ হচ্ছে না। সেই সময়ে আমপাতার গন্ধ শোকালে সেই সমস্যা দূর হয়।

আরও পড়ুন: Manicure – Pedicure: পার্লারের খরচ বাঁচিয়ে বাড়িতে বসেই করুন ম্যানিকিওর-পেডিকিওর