Winter Lip Care: Follow Those Tips To Make Lip Makeup In Winter Season

Winter Lip Care: শীতের মরশুমে আরও আকর্ষণীয় হোক আপনার ঠোঁট! মেনে চলুন এই পদ্ধতি

শীতের সময় ঠোঁট ফাটার সমস্যায় ভুগে থাকেন প্রায় সকলে। এবার শীতের মরশুমে ঠোঁট সাজাতে এই সকল পদ্ধতি মেনে চলুন।

প্রথমে ঠোঁট ভালো করে স্ক্রাবিং করে নিন। ঘরোয়া টোটকা মেনে ঠোঁটে স্ক্রাবিং করুন। এতে ঠোঁটের ওপর জমে থাকে মরা চামড়া উঠে যাবে। মেনে চলুন এই বিশেষ টিপস। এতে ঠোঁট ফাটার সমস্যাও সহজে দূর হবে। ঠোঁটে স্ক্রাবিং করার পর ময়েশ্চরাইজার লাগান। বাজারে একাধিক কোম্পানির লিপবাম রয়েছে।

লিপ বাম লাগানোর পর কিছুক্ষণ অপেক্ষা করুন। এবার একটি টিস্যু পেপার দিয়ে আলতো করে ঠোঁট মুছে নিন। এবার ঠোঁটে লাগান কনসিলার। ঠোঁটের ওপর ও নীচের অংশে লাগান কনসিলার। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবার শুকিয়ে গেলে লাগান ফাউন্ডেশন। স্পঞ্জের সাহায্যে এটি লাগান। তাহলে তা সহজে ব্লেন্ড হবে। মেনে চলুন এই বিশেষ টিপস।

আরও পড়ুন: Hair Care: পুজোর আগে মোলায়েম চুল পেতে ব্যবহার করুন ঘরে তৈরি কোকোনাট শ্যাম্পু

ফাউন্ডেশন ভালোভাবে বসে গেলে লিপ লাইনার ব্যবহার করুন। লিপ লাইনার দিয়ে ঠোঁটের চারদিক এঁকে নিন। এবার লিপস্টিক লাগান। লিপ লাইনারের সাহায্যে সরু ঠোঁট মোটা করে নিন। কিংবা মোটা ঠোঁট সরু করে নিন। ঠোঁটের আকৃতিতে কোনও রকম খুঁত থাকলে তা ঢেকে ফেলুন লিপ লাইনারের সাহায্যে। এবার লাগান লিপস্টিক।

শীতের সময় অবশ্যই লিপ গ্লস লাগান। তেমনই ক্রিম বেসড লিপস্টিক ব্যবহার করুন। এতে ঠোঁট দেখাবে আকর্ষণীয়। আর কখনোই তাড়াহুড়ো করবেন না।

আরও পড়ুন: Winter Skin Care: রুক্ষ ভাব এড়াতে শীতের শুরু থেকেই ত্বকের যত্ন নিন, রইল কিছু সহজ টিপস