Sweets of Kolkata: Kolkata Is Ranked Number 25 On The List Of Sweets By A Globally Recognized Organization Called Taste Atlas

Sweets of Kolkata: দুনিয়ার মিষ্টি-ম্যাপে জয়জয়কার কলকাতার, তালিকায় ঠাঁই রসগোল্লা, সন্দেশ এবং রামবলের

সাহিত্যিক সৈয়দ মুস্তফা আলির কথায়, ইতালিয়দের কাছ থেকে শিখে ইংরেজরা ভালো কেক, পেস্ট্রি, পুডিং বানাতে জানলেও আমাদের সন্দেশ রসগোল্লার তুলনায় সেসব জিনিস তুচ্ছ। কিন্তু হলে কী হবে? বিশ্বজুড়ে যে ওদেরই রাজত্ব। তাই যখন সেরা মিষ্টির প্রতিযোগিতা হয় তখন পশ্চিমী জিভের পছন্দই শেষ কথা।

এবার কিন্তু সেই প্রতিযোগিতায় স্বীকৃতি পেল বাংলার নিজস্ব মিষ্টি। বিশ্বের সেরা ৫০ মিষ্টি প্রস্তুতকারকের তালিকায় জায়গা করে নিল ভারতের নামকরা ছ’টি সংস্থা। ছ’টির মধ্যে তিনটিই কলকাতার। বিশ্বের সেরা মিষ্টি হিসেবে ওই তালিকায় উঠে এসেছে রসগোল্লা, সন্দেশ এবং রামবল।

আরও পড়ুন: Ramadan 2023: ইফতারে বাড়িতেই বানিয়ে নিন রেস্তোরাঁর মতো দই বড়া, জানুন রেসিপি

‘টেস্ট অ্যাটলাস’ নামে একটি অনলাইন সংস্থা বিশ্বের সেরা খাবারগুলির হদিশ দিয়ে থাকে। তারা সম্প্রতি বিশ্বের ঐতিহ্যবাহী সেরা মিষ্টি প্রস্তুতকারকদের একটি তালিকা তৈরি করেছে। সেই তালিকায় জ্বলজ্বল করছে কলকাতার সংস্থাগুলির নাম। সেরা পঞ্চাশের তালিকায় ২৫ নম্বরে আছে কেসি দাশ। রসগোল্লার জন্য তারা ঢুকেছে তালিকায়। ২৬ নম্বরে রয়েছে ফ্লুরিজ। তাদের স্বীকৃতি এসেছে রামবলের জন্য। সন্দেশ প্রস্তুতকারক হিসেবে তালিকার ৩৭ নম্বরে রয়েছে বলরাম মল্লিক ও রাধারমণ মল্লিক।

এছাড়াও বিশ্বের সেরা ৫০-এর তালিকায় রয়েছে পুনের কায়ানি বেকারি, হায়দরাবাদের করাচি বেকারি এবং মুম্বইয়ের কে রুস্তম অ্যান্ড কোম্পানি। এর মধ্যে মাওয়া কেকের জন্য ১৮ নম্বরে জায়গা পেয়েছে কায়ানি। করাচি বেকারির জায়গা হয়েছে ২৯ নম্বরে, তাদের ফ্রুট বিস্কুটের জন্য। কে রুস্তম রয়েছে ৪৮ নম্বরে। তাদের বিখ্যাত আইটেম আইসক্রিম স্যান্ডউইচের জন্য স্বীকৃতি জুটেছে।

আরও পড়ুন: Janmastami 2023: জন্মাষ্টমীতে গোপালের প্রিয় পদ, ভোগে বানিয়ে ফেলুন তালপোয়া