Virgin Mojito: how to make virgin mojito at home

Virgin Mojito: এই গরমে চাই রিফ্রেসিং কিছু? বাড়িতেই বানিয়ে নিন ভার্জিন মোহিতো

এই গরমে সবচেয়ে মন টানে রিফ্রেসিং কিছুতে। রেস্তোরাঁয় গিয়ে সস্তায় পুষ্টিকর মকটেল বলতে প্রথমেই সকলের প্রথম পছন্দ ভার্জিন মোহিতো। এই রিফ্রেশিং পানীয় খেলে নিমেষে শরীর ঠান্ডা হয়ে যান৷ শিখে নিন এই রেসিপি।

কী কী লাগে বানাতে ?

১) ছোট টুকরো বরফ
২) পুদিনা পাতা
৩) বিট নুন
৪) পাতি লেবু
৭) সোডা বা স্প্রাইট

একটি গ্লাসে প্রথমেই লেবু টুকরো, পুদিনা পাতা এবং বিট নুন দিয়ে দিন। এবার কোনও কিছুর সাহায্যে গ্লাসের মধ্যেই জিনিস গুলি হালকা থেঁতো করে রস বের করে নিন। এবার মিন্ট গুঁড়ো দিতে পারেন এক চামচ তাও না পেলে যেকোনও মিন্ট জাতীয় লজেন্স গুঁড়ো করে দিতে পারেন। এরপর বরফের টুকরো দিয়ে উপর থেকে কোনও সোডা ঢেলে দিন। সামান্য চিনির গুঁড়ো দিয়ে। অথবা স্প্রাইট ও দিতে পারেন। এবার গ্লাসের কানায় গোল করে কাটা লেবু আটকে, পুদিনা পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন ঠান্ডা ঠান্ডা ভার্জিন মোহিতো।

 

View this post on Instagram

 

A post shared by Fasmina Raslin (@fasmina_razlin)