প্রতি বছরই উৎসবের মরশুমে কোনও না কোনও শাড়ি ট্রেন্ডে আসে। ট্রেন্ড শুরু করেন খানিকটা সেলেবরাই। বলিউড সুন্দরীদের দেখে আমরা অনেকেই মুগ্ধ হয়ে সেই সব ট্রেন্ডে গা ভাসাই। এবার তেমনই ট্রেন্ড সেটার হিসেবে বাজার কাঁপাচ্ছে এই কুঁচকে যাওয়া টিস্যু শাড়ি। জাহ্নবী থেকে শ্রদ্ধা কাপুর, সকলেই এই শাড়িতে নানা লুকে ধরা দিচ্ছেন।
বিখ্যাত ডিজাইনার জিমি চু-কে এক ডাকে চেনেন ফ্যাশনিস্তারা। মালায়শিয়ান এই ডিজাইনার মূলত গ্রেট ব্রিটেনে কাজ শুরু করেন। তাঁর অসাধারণ কাজের জন্য খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সাধারণত ফ্যাশন অ্যাকসেসরিজ নিয়েই কাজ করেন জিমি চু। তাঁর ডিজাইন করা জুতো বিশ্ববিখ্যাত। হলিউডের নানা অভিনেতা-অভিনেত্রীও ফ্যান জিমি চুয়ের। তবে জুতোর পাশাপাশি ব্যাগ-বেল্টেও তাঁর হাতযশ রয়েছে।
জিমি চু-এর একাধিক শো-রুম ভারতের নানা প্রান্তে রয়েছে। তবে সেখানে মূলত জুতোকেই প্রাধান্য দেওয়া হয়। আর তাঁর ওয়েবসাইটে ভিজিট করলে জানা যায় যে, ফ্যাশন অ্যাকসেসরিজই প্রধানত বানায় এই ডিজাইনিং সংস্থা। পোশাক কিন্তু বানায় না। সেক্ষেত্রে এই সংস্থা যে শাড়িও ডিজাইন করবে, এমন তো ভাবাই যায় না!
নেটপাড়ায় যে জিমি চু শাড়ির রমরমা, সেটি একেবারেই জিমি চু-এর ডিজাইন করা নয়। কিংবা জিমি চু-এর ডিজাইন করা শাড়ির ফার্স্ট কপিও নয়! আসলে এক বিশেষ ধরনের গ্লসি ফ্যাব্রিকের শাড়িকেই এই নামকরণ করা হয়েছে বলে মত ফ্যাশনিস্তাদের। কেমন সেই শাড়ি? টিস্যু এবং অরগ্যাঞ্জা মিশ্রিত এক ফ্যাব্রিক দিয়ে তৈরি শাইনি শাড়ি। কখনও শুধু অরগ্যাঞ্জা কিংবা টিস্যু সিল্কের উপরে কাজ করেও এমন শাড়ি বানানো হয়। গুরুত্ব দেওয়া হয় নানা ট্রেন্ডিং রংকে। আর এর বর্ডারে থাকে বিশেষ কারুকার্য। তাছাড়া শাড়িজুড়ে নানা মিরর, জরি কিংবা সুতোর এমবেলিশমেন্টও চোখে পড়ে। শিয়ার ফ্যাব্রিকের এই শাড়ি সত্যিই পার্টি ওয়্যার হিসেবে আদর্শ। আর এগুলির দাম মূলত ২ হাজার থেকে ৬ হাজারের মধ্যেই। তবে, প্রতিটা শাড়ির মতো এই শাড়িরও একাধিক কপি বাজারে পাওয়া যেতে পারে। কলকাতায় নিউ মার্কেট চত্বরে অরিজিন্যাল ও কপি দুইই পাওয়া যাচ্ছে।
সম্প্রতি জাহ্নবী ও শ্রদ্ধা পরেছিলেন ক্রাশড টিস্যু। দেখে মনে হচ্ছিল হালকা রোদ খেলে গেছে গায়ে। উজ্জ্বল কিন্তু চোখ ঝলসানো নয়। শ্রদ্ধা পরেছিলেন একটি মণীশ মলহোত্রার একটি শাড়ি। আইভোরি রং, সঙ্গে হালকা লেস বর্ডার ও ভিতরেও হালকা কাজ। তবে জাহ্নবীর শাড়িতে ভারী কাজের লেস দেখা যায়। একদম ট্র্যাডিশনাল কাজের পার। পিঁয়াজি রঙের শাড়ি সঙ্গে হালকা জরির আভা। জাহ্নবীও সেজেছিলেন মণীশ মলহোত্রার শাড়িতেই। ভারী কাজের ব্লাউজ সঙ্গে গলায় হালকা পাথরের গয়না। একদম হালকা সাজে সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে ধরা দিয়েছিলেন তিনি।
জাহ্নবী, শ্রদ্ধা ছাড়াও এই শাড়িতে অপরূপ সুন্দর লেগেছে বলিউডের অন্যান্য অভিনেত্রীদেরও। তালিকায় রয়েছেন অদিতি রাও হায়দারি, সোনম কাপুর, সোভিতা ধুলিপালারা।