রবিবার সকাল ৮.১২ মিনিটে প্রয়াত হন লতা মঙ্গেশকর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২। প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। করোনা আক্রান্ত হয়ে গত ১১ জানুয়ারি করোনা আক্রান্ত হয়ে করোনা আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। করোনা নেগেটিভ হলেও নিউমোনিয়া আক্রান্ত হন তিনি।
চিরকালই সাদামাটা সাজে দেখা গিয়েছে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে। পরণে সাদা ও রুপোলি রঙের কনট্রাস্ট করা সিল্কের শাড়ি, ছোট কানের দুল, আর লাল টিপ, অপরূপ সুন্দর। মঞ্চে গান করা সময় বেছে নিতেন রঙিন পাড়ের সাদা শাড়ি৷ বেশির ভাগ সময়েই সেই পাড় হত চওড়া, কখনও কখনও সূক্ষ্মকাজেরও৷ সেরা হ্যান্ডলুম শাড়ি ও হিরের গয়নায় সাজানো ছিল তাঁর আলমারি৷ উজ্জ্বল প্রসাধনীর বিপরীত মেরুতে থাকা লতা মঙ্গেশকরের ব্যক্তিত্ব ছিল তাঁর গলা জড়িয়ে থাকা শ্বেতশুভ্র আঁচলের মতোই দ্যুতিমান৷
আরও পড়ুন: VicKat Wedding: মসলিন শাড়ি পরে প্রি-ওয়েডিং ফোটোশুট ক্যাটের! নেপথ্যে ৪০ জন বাঙালি কারিগর
কিংবদন্তি শিল্পী কখনওই চাননি তাঁর কণ্ঠকে আড়াল করে দিক তাঁর সাজসজ্জা৷ তাই সাদা শাড়ি এবং হিরের অলঙ্কারের বাইরে সবকিছু থেকেই মুখ ফিরিয়ে ছিলেন৷ সেরা হ্যান্ডলুম শাড়ির পাশাপাশি পছন্দ ছিল হিরের গয়নার৷ এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর জীবনের প্রথম উপার্জন মায়ের জন্য সোনার গয়না কিনেছিলেন৷ তাঁর নিজের জন্য তৈরি করিয়েছিলেন বিশেষ নক্সার হিরে ও চুনির একটা আংটি৷
তে খোদাই করা ছিল তাঁর নাম ও পদবি আদ্যক্ষর-‘LM’৷ এই আংটি ছিল তাঁর সেরা প্রাপ্তির মধ্যে অন্যতম-স্বীকার করতেন নিজেই৷ কোনওদিন কাছছাড়া করেননি সেই অঙ্গুরীয়কে৷ শোনা যায়, ১৯৪৭ সালে এই আংটির জন্য তিনি খরচ করেছিলেন ৭০০ টাকা৷
আরও পড়ুন: Budget 2022: ইঁট রঙা শাড়িতে বাদামি সুতোর কাজ , এবারও নজর কাড়ল নির্মলার ‘হ্যান্ডলুম’