Summer Fashion: nusrat jahan's latest photoshoot goes viral, netizen loves her fashion statement

Summer Fashion: ব্রা কাটিং টপ, ফ্লোরাল লং স্কার্টে সামার ফ্যাশন গোল নুসরত জাহানের

নুসরত জাহানকে নিয়ে চর্চার শেষ নেই সংবাদমাধ্যমে। মা হওয়ার পরই কাজে ফিরেছেন নুসরত জাহান। শুধু তাই নয়, শরীরে নেই বেলিফ্যাট, চাবুক ফিগারে সকলকে চমকে দিয়েছেন নুসরত।

ব্রা কাটিং টপ এবং গোলাপি ফ্লোরাল লং স্কার্টে নেটমাধ্যমে বোল্ড লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী নুসরত জাহান। সম্প্রতি একাধিক ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন ঈশানের মাম্মি। ছবিতে টলি সুন্দরীর অ্যাবস সুস্পষ্ট। চাবুক ফিগারে নুসরতকে দেখে ঘাম ঝরেছে নেটিজেনদের। একরত্তি ঈশানকে সামলেও সবটা ব্যালেন্স করে চলছেন নুসরত।

 

View this post on Instagram

 

A post shared by Nusrat J Ruhii (@nusratchirps)

অভিনয়ের পাশাপাশি জনপ্রতিনিধির দায়িত্বও সামলাচ্ছেন বসিরহাটের সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। অভিনয়ের বাইরেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ ভালই রয়েছেন নুসরত জাহান। হাজারো বিতর্কের মাঝে নিজের মতো করে জীবন কাটাতে ভালবাসেন নুসরত জাহান।

আরও পড়ুন: Valentine’s Day: ডেটের জন্যে তৈরি হবেন কিভাবে? আপনার জন্য রইল স্পেশাল টিপস

 

View this post on Instagram

 

A post shared by Nusrat J Ruhii (@nusratchirps)

তবে মা হওয়ার পর এত দ্রুত ট্রান্সফরমেশন দেখে ঈর্ষাও করেন অনেকেই। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন নুসরত জাহান, যা দেখা মাত্রই লাইক ও কমেন্টে ভরে গিয়েছে।

আরও পড়ুন: Wedding Fashion: বিয়েতে আলিয়ার মতো ছিমছাম সাজতে চান? রইল সহজ কিছু টিপস