হু হু করে বাড়ছে Tomato Flu। তীব্র গতিতে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে কেরলের বিভিন্ন অংশে। খবর অনুসারে জানা গিয়েছে এখনও পর্যন্ত ৮০ টি শিশু এই ফ্লু’তে আক্রান্ত হয়েছে। সেই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন বিশষজ্ঞ চিকিৎসকরা।
ইতিমধ্যেই কেরালা এবং তামিলনাড়ুর সীমান্তবর্তী এলাকায় প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় পাঠানো হয়েছে বিশেষ মেডিক্যাল টিম। পুরো বিষয়টি মনিটরিং করে রাজ্য সরকারকে রিপোর্ট দেবেন তারা। এদিকে নতুন এই ফ্লু নিয়ে উদ্বিগ্ন রাজ্য প্রশাসনও।
বিশেষজ্ঞদের মতে, ‘টমেটো ফ্লু’ একধরনের জ্বর। তবে এটি কোনও ভাইরাসজনিত জ্বর নাকি চিকুনগুনিয়া, ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ – তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। ‘টমেটো ফ্লু’তে মূলত আক্রান্ত হচ্ছে পাঁচ বছরেরও কমবয়সি শিশুরা।
আরও পড়ুন: ব্যায়াম ছাড়াই রোজের এই অভ্যাসগুলিতে ঝরতে পারে মেদ, কমতে পারে ওজন!
উপসর্গ
- প্রচণ্ড জ্বর
- গায়ে লাল রংয়ের ফোসকা দেখা যাবে। পায়ের তলায় জলভরা লাল ফোসকা বেরবে। সে কারণেই জ্বরটির নাম ‘টমেটো ফ্লু’।
- ত্বকে জ্বালাভাব
- ডিহাইড্রেশন
- গাঁটে গাঁটে তীব্র যন্ত্রণা
- ক্লান্তিভাব
- পেটে মোচড় দেওয়া ব্যথা
- বমি
- পাতলা পায়খানা
- হাত, কনুই, গলার ত্বকের রং পরিবর্তন
- কাশি
- সর্দি
উপরোক্ত উপসর্গগুলি দেখা দিলেই তৎক্ষণাৎ চিকিৎসকদের পরামর্শ নেওয়া প্রয়োজন। জলভরা ওই ফোসকা যাতে ফেটে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। সকলের সংস্পর্শ থেকে রোগীকে যত দ্রুত সম্ভব একলা ঘরে পাঠাতে হবে। তার ব্যবহৃত জিনিসপত্র যাতে অন্য কেউ ব্যবহার না করে, সেদিকে খেয়াল রাখতে হবে।
আরও পড়ুন: Back Pain: সারাদিন বসে পিঠে অসহ্য ব্যথা? কী করবেন