প্রযুক্তি ও বিজ্ঞানের হাত ধরে অনেক পুরনো প্রথা ও কুসংস্কারকে ত্যাগ করে এগিয়ে গেলেও এখনও বেশ কিছু ক্ষেত্রে মানুষের চিন্তাধারার কোনও বদল হয়নি ৷ মহিলাদের নিয়ে অনেক ক্ষেত্রেই এখনও বিভিন্ন রকমের ট্যাবু ও পুরনো ভাবনা চিন্তা রয়ে গিয়েছে ৷ যেমন আজকের দিনেও মহিলাদের জন্য বিয়ের সময় ভার্জিনিটি একটা বড় চিন্তার বিষয় ৷ আর এই কুরুচি ও ছোট মানসিকতার লাভ ওঠাচ্ছে বেশ কিছু বড় সংস্থা ৷ অনলাইনে বিক্রি হচ্ছে প্লাস্টিক হাইমেন (Plastic Hymen On Sale) ৷
এখনও বহু জায়গায় মহিলাদের বিয়ের পর সতীত্বের প্রমাণ দিতে হয় ৷ যোনিপথের পাতলা পর্দাকে বলা হয় হাইমেন ৷ যৌন মিলনের সময় সেই পর্দা ফেটে রক্ত বেরোয় ৷ এটাতেই বোঝা যায় মহিলা আগে কখনও শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন না হননি ৷ কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন, অনেক সময় সাইকেল চালাতে গিয়ে, সাঁতার কাটতে গিয়ে কিংবা নাচ শিখতে গিয়েও হাইমেন ফেটে যায় বহু তরুণীর। কিন্তু তা সত্ত্বেও বিয়ের পরে স্বামীর সঙ্গে প্রথম যৌন মিলনের পর রক্তপাত না হলে মহিলার চরিত্র নিয়ে উঠে থাকে বহু প্রশ্ন ৷
আরও পড়ুন: বস ও সহকর্মী দুজনের সঙ্গেই প্রেম করছেন? সতর্ক হন আজই
এই কারনেই বহু তরুণী যাঁরা বিয়ের আগে যৌন মিলনে লিপ্ত হয়েছেন তাঁরা প্লাস্টিকের হাইমেন কেনার বিষেয় আগ্রহ দেখাচ্ছেন ৷ নকল হাইমেনের জন্য একটি ক্যাপসুল অনলাইনে পাওয়া যাচ্ছে ৷ ক্যাপসুলের মধ্যে নকল রক্ত রয়েছে ৷ এই ক্যাপসুল প্রাইভেট পার্টের মধ্যে ঢোকাতে হবে ৷ সেক্সের সময় ভিতরে প্রেসার পড়তেই ক্যাপসুল ফেটে যাবে এবং রক্ত বেরোতে শুরু করবে ৷ এর জেরে পার্টনার মনে করবেন সেক্স করার সময় ব্লিডিং হয়েছে মানে তাঁর স্ত্রী ভার্জিন ৷
এই ক্যাপসুলের দাম প্রায় ৩২০০ টাকা ৷ মাত্র ১৫ মিনিটে কুমারী করে দেবে এই ট্যাগলাইন ছাড়া ক্যাপসুল বিক্রির জন্য বিভিন্ন আপত্তিজনক লাইন ব্যবহার করা হয়েছে ৷ এই প্রোডাক্ট ভারতেও বিক্রি হত ৷ তবে ২০১৯ সালে এর বিরোধিতা করার পর অ্যামাজন এই প্রোডাক্ট সরিয়ে দিয়েছে ৷
আরও পড়ুন: Pregnancy Tips: গর্ভধারণ করতে চাইছেন? জানুন দিনে কতবার সঙ্গম করা দরকার…