Love’s in the air for 45 min: Vegas co offers ticket to mile-high club

Sex in Sky: উড়ন্ত বিমানে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চান? ব্যবস্থা করছে এই উড়ান সংস্থা

বিমানের মধ্যে শারীরিক সম্পর্ক। এমন ঘটনা যে একেবারে শোনা যায় না, তা নয়। কয়েক বছর আগেও এক যুগল বিমানের শৌচালয়ে সঙ্গমরত অবস্থায় ধরা পড়ে গিয়েছিলেন। কিন্তু এবার আর লুকিয়ে নয় এক বিমান পরিষেবা কোম্পানি এই সুযোগই দিচ্ছে। কোনও রকম ঝঞ্ঝাট ছাড়াই। একান্তে দু’জনে সময় কাটানো যাবে। মাঝ আকাশে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া যাবে।

৪৫ মিনিটের একটি প্যাকেজ এটি। এর জন্য খরচ করতে হবে ৯৯৫ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭৫ হাজার টাকা। এই অভিনব সুযোগ এনে দিচ্ছে আমেরিকার লাস ভেগাসের এক বিমান সংস্থা। কী কী সুবিধা দেওয়া হচ্ছে এই প্যাকেজে?

আরও পড়ুন: সুগন্ধের ম্যাজিকেই বাড়বে চাহিদা! শরীরী কামনার শীর্ষে পৌঁছোতে বেছে নিন পারফিউম

  • বিমানের ভিতরে যেখানে যুগল ঘনিষ্ঠ হবেন, সেই জায়গাটি পর্দা দিয়ে সম্পূর্ণ ঢাকা থাকবে।
  • ওই বিশেষ ঘরটির কোথাও কোনও ক্যামেরা থাকবে না। অডিয়ো রেকর্ডের সুযোগও থাকবে না। মানে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখা হবে।
  • পাইলটের জন্যও থাকছে নিষেধাজ্ঞা। ককপিট ছেড়ে বেরোতে পারবেন না তিনি।
  • সব মিলিয়ে ৪৫ মিনিট সময় কাটানো যাবে এই বিমানে।

সব মিলিয়ে ৪০০টির বেশি এমন বিমান আনছে এই সংস্থা। লাস ভেগাস থেকে অবশ্য খুব দূরে যাবে কোনও বিমানই। আকাশে চক্কর কাটবে।

শুধু রোম্যান্স বা ঘনিষ্ঠ হওয়ার জন্য নয়, বিয়ের জন্যও এই বিমান ভাড়া নেওয়া যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। তবে তার জন্য খরচ করতে হবে ১ হাজার ১৯৫ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৯০ হাজার টাকা)। আরও ১০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে সাত হাজার টাকা) খরচ করলে রোম্যান্টিক খাবারও দেবে বিমান সংস্থাটি। এবং একই সঙ্গে রোম্যান্স করতে হলে মোট প্যাকেজের দাম দিতে হবে ১ হাজার ৫৯৫ ডলার (ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা)।

আরও পড়ুন: মাত্র ১৫ মিনিটেই ফিরবে হারানো কুমারীত্ব! অনলাইনে বিক্রি হচ্ছে নকল ‘ভার্জিনিটি’