Tulip Garden: Asia’s largest tulip garden now open in Srinagar

Tulip Garden: এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন দেখার জন্য রেকর্ড ভিড় শ্রীনগরে, দেখুন ছবি

কাশ্মীরের নৈস্বর্গিক প্রাকৃতিক দৃশ্যের সুনাম বিশ্বজোড়া। বরফ ঢাকা হিমালয় পর্বতমালার পাদদেশে ঈশ্বর নিজের হাতে যেন প্রকৃতিকে সাজিয়ে তুলেছেন।শ্রীনগরের জাবারওয়ান পাহাড়ের পাদদেশে এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন রয়েছে। গত ২৩ মার্চ থেকে এই সুন্দর ফুলে ঢাকা বাগানটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Christmas 2021: কলকাতার মধ্যেই ঘুরতে যেতে পারেন এই কয়টি জায়গায়

জম্মু ও কাশ্মীরের মুখ্য সচিব এ. কে মেহতা বুধবার টিউলিপ গার্ডেনের উদ্বোধন করে জানিয়েছেন, গত ছয় মাসে কাশ্মীরে পর্যটকদের সর্বোচ্চ আগমন হয়েছে, যা এখনও পর্যন্ত যেকোনও মরসুমে সর্বোচ্চ, এবং সরকার আশাবাদী যে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে।চলতি মরশুমে বাগানে ৬৮ টি আলাদা আলাদা প্রজাতির প্রায় ১৫ লাখ টিউলিপ ফুটেছে। টিউলিপ উৎসব উদ্বোধনের আগে জম্মু ও কাশ্মীরের ফুল চাষ বিভাগের কমিশনার শেখ ফায়াজ জানিয়েছেন, গত ৯ মাস ধরে পরিশ্রম করা হয়েছে এবং এই বছর আরও বেশি পর্যটক আশা করছেন তাঁরা

এই টিউলিপ উত্‍সবে শুধু রঙবেরঙের ফুলের প্রদর্শনই নয়, পর্যটক ও দর্শনার্থীদের জন্য রয়েছে ধারাবাহিক সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। সামনের দিনগুলিতে যে আরও মানুষের সমাগম হতে চলেছে, তা বলাই বাহুল্য।

ফুল চাষ বিভাগের কমিশনার বা সচিব শেখ ফায়াজ জানিয়েছেন, গত বছর ২ লাখ পর্যটক এই বিখ্যাত ও অপূর্ব সুন্দর বাগানটি ঘুরে পরিদর্শন করেছে। সোনমার্গ হিল স্টেশনে তৈরি হবে আরেকটি টিউলিপ বাগান। পর্যটকদের আকর্ষণ বাড়াতে পহেলগাঁওতে একটি গোলাপের বাগান তৈরির পরিকল্পনা করা হয়েছে। তাঁর কথায়, সোনমার্গে টিউলিপ বাগান স্থাপনের জন্য ১০০কানাল জমি চিহ্ণিত করা হয়েছে।

আরও পড়ুন: Travel: গুজরাটের গোপন রত্ন দেখতে চান? মহাবত মাকবারায় চলে যান