Darjeeling Himalayan Railway Starting Vistadome And Restaurant Coach In Toy Train

Darjeeling: আজ থেকে টয়ট্রেনে পাহাড় সফরে ভিস্টাডোম কোচ! উচ্ছ্বসিত পর্যটকরা

পুজোর মুখে ফের খুশির খবর দিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (Darjeeling Himalayan railway)। কাঁচ দিয়ে ঘেরা ভিস্তাডোম কোচ (Vistadome rail coach) এবং রেস্তোরাঁ কোচে (Restaurant Coach) বসে এবার শিলিগুড়ি (Siliguri) থেকে দার্জিলিং (Darjeeling) যেতে পারবেন পর্যটকেরা। আজ থেকেই এসি, ভিস্টাডোম কোচ ও রেস্তোরাঁ কোচ নিয়ে কুয়াশা কেটে পাহাড়ি পথে ছুটবে টয় ট্রেন।

আজ থেকে প্রতি সোম, বুধ ও শনিবার নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে ট্রেনটি। সকাল ১০টায় নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটি রওনা দিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় দার্জিলিং পৌঁছাবে। আগামী ২৭ সেপ্টেম্বর এই ট্রেনটিই আবার দার্জিলিং থেকে রওনা দিয়ে নিউ জলপাইগুড়ি আসবে। দার্জিলিং থেকে এই দিনটি প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার সকালে ৯টা ১০ মিনিটে ছাড়বে। ট্রেনটি নিউ জলপাইগুড়ি পৌঁছাবে বিকালে ৪টে ৩৫ মিনিটে।

আরও পড়ুন: Digha-য় ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের জন্য জারি একগুছ নির্দেশিকা! চালু আগামীকাল থেকেই

এই নতুন এসি প্যাসেঞ্জার ট্রেনে রয়েছে ১৫ আসনের একটি ভিস্টাডোম কোচ। পাশাপাশি রয়েছে ৮ আসনের একটি এসি রেস্তোরাঁ ও পাওয়ার কার। পুজোর মুখে এই নতুন ট্রেন চালু হওয়া খুশির জোয়ার পাহাড়ে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ভিন রাজ্যের পর্যটকদের কাছেও ব্যাপক ভাবে জনপ্রিয় দার্জিলিঙের টয় ট্রেন। পুজোর সময় বেশ ভিড় থাকে শৈলশহরে। টয় ট্রেনের টিকিট পাওয়াও মুশকিল হয়ে দাঁড়ায়। সেখানে এই নতুন ত্রি-সাপ্তাহিক এসি প্যাসেঞ্জার ট্রেনে উপকৃত হবেন পর্যটকরা।

ভিস্তাডোম কোচের ভাড়া রাখা হয়েছে যাত্রী পিছু ১৫০০ টাকা ও রেস্তোরাঁ কোচের ভাড়া ১৩০০ টাকা রাখা হয়েছে। দার্জিলিং থেকে ঘুম হয়ে ফের দার্জিলিং স্টেশন (Darjeeling Station) পর্যন্ত জয় রাইড (Joy Ride) খুবই জনপ্রিয় পরিষেবা। পাশাপাশি এই রাইড রেলের পক্ষেও বেশ লাভজনক। এবার পুজোতে তিল ধারণের জায়গা না থাকার সম্ভাবনা রয়েছে পাহাড়ে। তার সঙ্গে টয় ট্রেনের এই বাড়তি পাওনা পুজোটাকে আরও জমজমাট করবে বলেই আশা যাত্রীদেরও।

আরও পড়ুন: Durga Puja 2022: বিলাসবহুল বাসে শহর ও বনেদি বাড়ির পুজো দেখার ব্যবস্থা করল রাজ্য পরিবহণ দফতর