digha new rules effective from 1 june

Digha-য় ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের জন্য জারি একগুছ নির্দেশিকা! চালু আগামীকাল থেকেই

দিঘার নীল জলরাশি হাতছানি দিচ্ছে কি? গ্রীষ্মের ছুটিতে দিঘায় (Digha) বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন? বেশ৷ তবে তার আগে দিঘার পর্যটকদের জন্য কয়েকটি নতুন নিয়মকানুন হয়েছে, সেগুলো জেনে নেওয়া ভালো৷ সেসব নিয়মকানুন আগামীকাল অর্থাৎ ১ জুন থেকেই কার্যকর হয়ে যাবে৷ আর এই নিয়মগুলো আগে থেকে জেনে না গেলে, সমুদ্র সৈকতে গিয়ে সমস্যায় পড়তে পারেন কিন্তু৷ তাই অল্প সময় ব্যয় করে জেনে নিন দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ কী কী নয়া পদক্ষেপের কথা ঘোষণা করেছে-

কী কী করবেন

১) পরিচয়পত্র সঙ্গে রাখুন।
২) হোটেলে ঢুকে রেজিস্ট্রারে নাম নথিভুক্ত করতে হবে।
৩) আবর্জনা নির্দিষ্ট পাত্রে ফেলুন।
৪) সমুদ্র স্নানের সময় জোয়ার-ভাটা খেয়াল রাখুন।

আরও পড়ুন: এই মন্দিরে ‘প্রসাদ’ দেওয়া হয় সোনার টুকরো, চিকেন ও মটন বিরিয়ানি! ঘুরে আসবেন নাকি…

কী কী করবেন না

১) নেশাগ্রস্ত অবস্থায় সমুদ্র নামবেন না।
২) কোমর জলের বেশি দূরে যাবেন না।
৩) প্লাস্টিক বা থার্মোকল ব্যবহার করবেন না।
৪)হোটেলে ঢুকেই দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের টিসিএসি বাবদ ১০ টাকা দিতে হবে।
৫) যত্রতত্র আবর্জনা ফেললে এবং প্লাস্টিক ও থার্মোকল ব্যবহার করলে ৫০০ টাকা জরিমানা দিতে হবে।

১ জুন থেকেই পর্যটকদের জন্য এই নিয়ম দিঘায় বলবৎ হবে বলে জানালেন দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার (DSDA) মানস কুমার মণ্ডল৷

তিনি বলেন, ‘‘দিঘায় প্রতিনিয়ত কত পর্যটক আসছেন, তা যেমন আমরা লিপিবদ্ধ করছি৷ তেমনি অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগামী ১ জুন ২০২২ তারিখ বুধবার থেকে তা কার্যকর হবে। মানুষকে সচেতন করতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷’’