রবিবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছন পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা (Parineeti-Raghav wedding)। ‘আপ মুঝে অচ্ছে লগনে লগে’ এ কথা তো আগে বলে ফেলেছন নায়িকা, এবার শুধু চার হাত এক হওয়ার পালা। মে মাসেই ধুমধাম করে বাগদান সেরেছিলেন জুটি, এবার উদয়পুরে সারবেন ডেস্টিনেশন ওয়েডিং।
রাঘব-পরিণীতির প্রাক-বিয়ের অনুষ্ঠান দু-দিন আগেই শুরু হয়ে গিয়েছে দিল্লিতে। শুক্রবার সাত সকালে উদয়পুরের উদ্দেশ্যে রওনা দিলেন হবু বর-কনে। দিল্লি এয়ারপোর্টে এদিন লেন্সবন্দি হন তারকা জুটি। লাল রঙা জ্যাম্পস্যুটে ঝলমল করলেন পরিণীতি, গায়ে জড়িয়ে রেখেছিলেন গোলাপি রঙা শাল। নায়িকার মনের মানুষের দেখা মিলল কালো টি-শার্ট আর ব্লু ডেনিমে। বিয়ের অনুষ্ঠান ঘিরে চরম ব্যস্ততা, পাপারাৎজিদের জন্য দাঁড়িয়ে পোজ দিলেন না দুজনেই। তবে অভিনন্দন বার্তার জবাবে ধন্যবাদ জানাতে ভোলেননি তাঁরা।
রাঘব-পরিণীতির বিয়ের আসর বসবে তাজ লীলা প্যালেসে। তবে তাঁদের প্রাক বিবাহ অনুষ্ঠান অর্থাৎ মেহেন্দি, সঙ্গীত ইত্যাদি একদিন আগে থেকেই শুরু হয়ে যাবে। পরিণীতি চোপড়া আর তাঁর পরিবারের সদস্যরা থাকবেন লীলা প্যালেসে, বর পক্ষদের জন্য ভাড়া নেওয়া তাজ লেক প্যালেস। নৌকোয় চেপে লেক প্যালেস থেকে লীলা প্যালেসে আসবে বরযাত্রী।
বিয়েতে এলাহি আয়োজন করেছেন আপ নেতা রাঘব (Raghav )ও বলি অভিনেত্রী পরিণীতি(Parineeti Chopra)। প্রায় সপ্তাহভর চলবে বিয়ের অনুষ্ঠান। ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সমস্ত প্রাক বিবাহ অনুষ্ঠান। প্রথমে পরিণীতির চুড়া অনুষ্ঠান হবে তারপর আমন্ত্রণ মধ্যাহ্নভোজ চলবে। এরপর ৯০ দশকের থিম পার্টি থাকবে অতিথিদের জন্য।
পিচোলা লেকের একেবারে মাঝখানে তাজ লেক প্যালেস, যাতায়াতের জন্য জলপথই ভরসা। এই হেরিটেজ হোটেল আসলে মুঘল আমলের স্থাপত্য। হোটেলে রয়েছে ৬৫ টি বিলাসবহুল ঘর, ১৮ টি স্যুট রয়েছে। হোটেলের ঘর ভাড়া শুরু হচ্ছে ৪০ হাজার থেকে। প্যালেসের ভেতর নৌবিহার, পুল, যোগা, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার বন্দোবস্ত রয়েছে।