Qur'anic Dua for Anxiety and Depression

Qur’anic Dua: এই দোয়া পাঠে বৃদ্ধি পাবে মানসিক শক্তি, কমবে মনের অশান্তি

এই দুনিয়া খুব অদ্ভুত, অস্থির ও যন্ত্রণাময়। যার অনেক আছে সেও অস্থির, যার কিছু নেই সেও অস্থির। বর্তমান কর্মব্যন্ত যুগে মানসিক চাপ অনেকেরই নিত্যসঙ্গী। প্রচুর কাজের চাপে মানসিক চাপ সমস্যায় বহু মানুষই বিপর্যন্ত।

এ অবস্থা থেকে উত্তরণের জন্য পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াত নিয়মিত পড়া যেতে পারে (Qur’anic Dua)। ইসলামিক স্কলাররা মনে করছেন , তাতে মনে স্থিরতা আসবে

আয়াতটি সূরা হুদের ১১২ নম্বর আয়াত। আয়াতটি হল-

 

فَاسْتَقِمْ كَمَا أُمِرْتَ وَمَنْ تَابَ مَعَكَ وَلَا تَطْغَوْا إِنَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

 

উচ্চারণ: ‘ফাসতাকিম কামা উমিরতা- ওয়ামান তাবা মাআকা, ওয়ালা তাতগাও ইন্নাহু বিমা তা’মালুনা বাসির। ’

 

অর্থ : সুতরাং (হে পয়গম্বর) তোমাকে যেভাবে আদেশ করা হয়েছে তাতে (সরল পথে) দৃঢ়ভাবে অবস্থান করো, তুমি এবং তোমার সঙ্গে যারা (আল্লাহর প্রতি) ঈমান এনেছো (সবাই, সঠিক পথ থেকে) সীমালংঘন করো না। তোমরা যা করো তিনি (আল্লাহ) তা ভালোভাবেই দেখেন।

আর একটি দোয়া হল

اَللهُمَّ اَنْتَ السَّلَامُ وَ مِنْكَ السَّلَامُ حَيِّنَا رَبَّنَا بِالسَّلَامِ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা আংতাস সালাম ওয়া মিনকাস সালাম, হাইয়্যিনা রাব্বানা বিস-সালাম।’

অর্থ : হে আল্লাহ! তুমিই তো ‘সালাম’; শান্তি তো তোমারই পক্ষ থেকে বর্ষিত হয়। সুতরাং হে আমাদের প্রতিপালক! আমাদেরকে সুখ ও শান্তিতে জীবিত রাখুন।’

বি দ্রঃ: আরবির সঠিক ও যথাযথ উচ্চারণ বাংলায় পুরোপুরি করা সম্ভব হয় না। তাই আয়াতটি আপনার পরিচিত কোনও ভালো আরবি জানা মানুষকে দেখিয়ে নেবেন।