Astro Tips: Will You Marry The One You Love? Find out which dreams can be fulfilled

Astro Tips: মনের মানুষের সঙ্গেই কি বিয়ে? জানুন কোন স্বপ্নে ইচ্ছাপূরণ হতে পারে

স্বপ্ন নিয়ে যারা গবেষণা করেন, তাদের মতে স্বপ্ন নানান ভাবে আমাদের জীবনের দিশা দেখিয়ে থাকে। অনেক সময় স্বপ্ন যেমন খারাপ ইঙ্গিত বা বার্তা বহন করে আবার এমন অনেক স্বপ্ন আছে যা সৌভাগ্যের বার্তাও বহন করে। তবে এমন অনেক স্বপ্ন আছে যেগুলি আমাদের প্রেম, প্রণয় বা বিবাহ সম্পর্কিত জীবনের বিষয়ে ইঙ্গিত দিয়ে যায়। যে স্বপ্নগুলো দেখলে জানবেন, প্রেম বা দাম্পত্য জীবনে সুখ আসতে চলেছে:

১) স্বপ্নশাস্ত্র অনুযায়ী স্বপ্নে আংটি বা গলার হার উপহার হিসেবে পাওয়ার অর্থ, সেই ব্যক্তির প্রেম জীবন সবসময় আনন্দে ভরে থাকবে।

২) কোনও মেয়ে যদি, সে নিজেই মেলায় ঘুরছে এমন স্বপ্ন দেখে, তাহলে তার বিয়ে তার পছন্দের ছেলের সঙ্গে হতে পারে।

৩) আবার স্বপ্নে সুন্দর পাখি দেখার অর্থ প্রেমিকের সঙ্গে বিয়ে হওয়া।

আরও পড়ুন: Durga Puja: আর মাত্র ১০০ দিন বাকি, একনজরে দেখে নিন এবারের পুজোর দিনক্ষণ

৪) স্বপ্নে আনন্দে নেচে ওঠার অর্থ, তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়া এবং সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করা। স্বপ্নে নিজেকে মধু খেতে দেখলে বা রামধনু দেখলে জানবেন শীঘ্রই বিয়ে হতে চলেছে আপনার।

৫) আবার যদি স্বপ্নে দেখেন যে আপনি নৌকায় ঘুরে বেড়াচ্ছেন, তার অর্থ আপনার বৈবাহিক জীবন সুখ-শান্তি এবং আনন্দে কাটবে।

৬) পুরুষরা যদি স্বপ্নে দেখেন যে তিনি নিজের দাড়ি কামাচ্ছেন বা অন্য কেউ তাঁর দাড়ি কামিয়ে দিচ্ছে, তাহলে সেটি দাম্পত্য জীবনের সমস্ত সমস্যার অবসানের দিকে ইঙ্গিত করে।

তবে এমন কিছু স্বপ্ন আছে যা আপনার প্রেমজীবনের সমস্যার দিকে ইঙ্গিত করে–

১) স্বপ্নে যদি নিজেকে কোনও সুড়ঙ্গের মধ্যে দিয়ে যেতে দেখেন, তাহলে জ্যোতিষীদের মতে, এতে আপনার দাম্পত্য সুখে সমস্যা উৎপন্ন হবে।

২) বিবাহিত ব্যক্তি যদি নিজের বিবাহের স্বপ্ন দেখেন, তার অর্থ দাম্পত্য জীবনে সমস্যা আসতে চলেছে।

৩) আবার স্বপ্নে নিজের এঙ্গেজমেন্ট হতে দেখলে জানবেন আপনার বিয়েতে এখনও বিলম্ব আছে।

আরও পড়ুন: Astro Tips: শ্রাবণ মাসে সমস্ত কাজের বাধা কাটাতে শ্রীকৃষ্ণের নাম জপ করুন