Basanta Panchami 2023: Reason of Worship Saraswati, Rati And Kaam Dev On This Day

Basanta Panchami 2023: বসন্ত পঞ্চমীতে রয়েছে সরস্বতী ও কামদেবের পুজোর বিধান! কারণ জানুন

মাঘ মাসের শুক্ল পক্ষের সময় বসন্ত পঞ্চমী পালন করা হয়। মা সরস্বতী দেবীর আরাধনায় মেতে ওঠে গোটা দেশ। চলতি বছর ২৬ জানুয়ারি সরস্বতী পুজো। বিশ্বাস করা হয় যে বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতী প্রকট হয়েছিলেন, এজন্য এইদিনে বিশেষ রূপে তাঁর পুজো করা হয়। এছাড়াও বসন্ত পঞ্চমীর দিন কামদেবেরও পুজো করা হয়ে থাকে। কামদেব হলেন প্রেম ও ভালোবসার দেবতা। কিন্তু জানেন কি কেন এদিন কামদেবের পুজো করা হয়?‌ যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন।

‘কামদেব’ হলেন দেবতা মদন। তাঁর স্ত্রী- রতি। সঙ্গী- ঋতুরাজ বসন্ত। তিনি দেবরাজ ইন্দ্রের ভক্ত।সুদর্শন পুরুষ এই দেবতা। তাঁর চুল কোঁকড়ানো ও নীল রঙের। চোখ, মুখমণ্ডল, পায়ের পাতা এবং নখ লাল রঙের। তাঁর গায়ে বকুলের গন্ধ। অস্ত্র বলতে তির ও ধনুক। তবে এই ধনুক আখের তৈরি। ধনুলের গুণ- মৌমাছির সমাহার। আর তির তৈরি- অশোক, সাদা পদ্ম, নীল পদ্ম, আমের মুকুল ও মল্লিকা ফুল দিয়ে।

আরও পড়ুন: Vastu Tips: জুতো থেকে ঘরে প্রবেশ করতে পারে নেগেটিভ এনার্জি, জানুন কীভাবে তা আটকাবেন

পুরাণ অনুযায়ী কামদেব ও রতি প্রেম এবং যৌন সম্পর্কের দেবী-দেবতা হিসেবে গণ্য। বসন্ত পঞ্চমী তিথিতে কামদেব ও রতি ঋতুরাজ বসন্তের সঙ্গে পৃথিবীতে অবতরিত হন। এ সময় তাঁরা শুধু মানবজাতিই নন বরং পৃথিবীর সমস্ত জীবজন্তুর হৃদয়ে প্রেম ও যৌন ভাবনা জাগৃত করেন।

শাস্ত্র মতে, বসন্ত ঋতু কামদেবের সঙ্গে সম্পর্কিত। বসন্তের আগমনে আবহাওয়া হয়ে ওঠে মনোরম। প্রকৃতিতে এক অন্যরকম সৌন্দর্য দেখা যায়। মানুষের পাশাপাশি অন্যান্য প্রাণীকেও সুখী মনে হয়। সেই সঙ্গে রয়েছে আনন্দের পরিবেশ। তাই প্রেমের দিক থেকেও এই ঋতু অনুকূল।

পৌরাণিক কাহিনী অনুসারে কামদেব একবার ভগবান শিবের তপস্যা ভঙ্গ করেছিলেন। যার কারণে শিবের মন চঞ্চল হয়ে ওঠে। ভগবান শিব যখন সত্য জানতে পারলেন, তখন তিনি ক্রোধে কামদেবকে গ্রাস করলেন। এ কথা জানতে পেরে কামদেবের স্ত্রী রতি শোক করতে লাগলেন। কথিত আছে যে রতির অনুরোধে, ভগবান শিব কামদেবকে আত্মারূপে প্রকৃতিতে বসবাসের বর দিয়েছিলেন।

আরও পড়ুন: Chinese Horoscope 2023: শুরু হল ‘খরগোশের বছর’, চিনা জ্যোতিষে আপনার উন্নতি না অবনতি? জেনে নিন