ইসলামফাবিয়া চলছে। ১৫ মার্চকে ইসলামফোবিয়ার বিরুদ্ধে লড়াইয়ের আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ। কিন্তু তাতে থাকছেন না বিদ্বেষ। সব ধর্মই শান্তির কথা বলে। কিন্তু ইসলামকে সন্ত্রাসের ট্যাগ করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতেও ইসলামের শান্তির খোঁজে বহু মানুষ ইসলাম গ্রহণ করছেন। তার মধ্যে বর্তমানে ব্যাপক সাড়া ফেলেছেন ২৮ বছর বয়সী মার্কো পিয়ের হোয়াইট জুনিয়র। তার বাবা ব্রিটিশ শেফ মার্কো পিয়ের হোয়াইটকে কে না চেনে।
ইসলাম গ্রহণ কেন ? এর জবাবে ব্রিটিশ শেফ, রেস্তোরাঁ ও টেলিভিশন ব্যক্তিত্ব মার্কো পিয়ের হোয়াইটের ছেলে জানিয়েছেন হেরোইনের নেশা থেকে দূরে থাকতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেনা তিনি। ডেইলি মেইলকে জানিয়েছে সে কথা। ২০২২ সালে চুরি, নেশা, চুরি দেখিয়ে ভয় দেখানো, শান্তি-শৃঙ্খলা ভঙ্গ সহ ১৪ টি অপরাধের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তাঁকে কারাগারে কাটাতে হয়েছিল ১১ মাস। কিন্তু এখন প্রাক্তন রিয়েলিটি তারকা- ‘বিগ ব্রাদার’, কারাগার থেকে মুক্তি পেয়েছেন এবং দাবি করেছেন যে তিনি আর কখনও মাদক স্পর্শ করবেন না।
মার্কো জুনিয়র মাত্র ১৩ বছর বয়সে মাদকের খপ্পরে পড়েন। তখন থেকেই তিনি এর সঙ্গে লড়াই করেছিলেন। মোট ১৭ বার তাঁকে রিহ্যাবে দেওয়া হয়েছিল। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। হোয়াইট জুনিয়রের ইসলাম ধর্ম গ্রহণকে তার বাবা সমর্থন করেছেন বলে জানা গেছে।”আমার নেশার কারণে ১ মিলিয়ন ডলারেরও বেশি খরচ হয়েছে। কিন্তু ইসলাম আমাকে সবকিছু অতিক্রম করতে সাহায্য করেছে। ” তিনি মেইলঅনলাইনে একটি সাক্ষাত্কারে বলেছিলেন। “আমি ১৭ বার রিহ্যাবে ছিলাম এবং কারাগারে থাকার কারণে আমি বুঝতে পেরেছি আর নয়, যথেষ্ট হয়েছে ।”