Date and time of kali puja 2022

Kali Puja 2022 Date & Time: কবে পড়েছে এবছরের কালী পুজো? জানুন দিনক্ষণ, অমাবস্যার সময়

গৃহস্থের বাড়িতে মা কালীর নিত্য পুজো হলেও কার্তিক মাসের অমাবস্যা তিথিতে বিশেষভাবে তাঁকে পুজো করা হয়। এর পিছনে রয়েছে পৌরাণিক কাহিনী। এই দিন বাঙালি দেবীকে শাক্ত মতে আরাধনা করে। মনে করা হয়, শক্তির সাধনাতেই মোক্ষ এবং মুক্তি লাভ সম্ভব। অনেকে আবার দীপাবলিকে কেন্দ্র করে লক্ষ্মী-গণেশের আরাধনা করেন। ২০২২ সালে কালী পুজো কবে পড়েছে? কতক্ষণই বা থাকবে অমাবস্যা তিথি? দেখে নিন এক নজরে।

কালী পুজোর নির্ঘণ্ট

পুজোর দিন- ২৪শে অক্টোবর, সোমবার
অমাবস্যা তিথি শুরু- ২৪শে অক্টোবর, সন্ধ্যে ৪টে ৫৭মিনিট ৬সেকেন্ডে
অমাবস্যা তিথির সমাপ্তি – ২৫শে অক্টোবর, বিকাল ৪টে ২৬মিনিট ২৬সেকেন্ডে
অমৃত যোগ – সকাল ৭টা ২০মিনিট থেকে রাত ৩টে ১৬মিনিট পর্যন্ত

আরও পড়ুন: মহালয়ায় চতুর্গ্রহী যোগ, ৫ রাশির জীবনে আসবে প্রেম, মা দুর্গার কৃপায় হবে উন্নতি

বাঙালির কাছে দীপাবলি নয় দীপান্বিতা কালীপুজোর গুরুত্ব অনেক বেশি। কালী পুজো মানেই আলোর রোশনাইয়ের উত্‍সব। প্রত্যেক বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে কালীপুজোর বিশেষ পুজো হয়ে থাকে। রয়েছে নানা পৌরাণিক কাহিনিও। এই তিথি ছাড়াও মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে রটন্তী ও জ্যৈষ্ঠমাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে ফলহারিণী কালীপুজোও বাঙালির কাছে অত্যন্ত জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ।

কালীপুজোর দিন কালী মূর্তি ছাড়াও লক্ষ্মীপুজোও করেন অনেকে। এছাড়া দীপাবলিতে লক্ষ্মী ও গণেশের একসঙ্গে পুজো করা হয়ে থাকে।

আরও পড়ুন: Lakshmi Puja 2022: কেন রাতেই পুজো হয় দেবী লক্ষ্মীর? আর কী কী নিয়ম মানতেই হবে ?