Durga Puja 2022 Clothes Of Which Colour You Should Buy In Durga Puja As Per Your Zodiac Signs

Durga Puja 2022: দুর্গা পুজোয় জামা কিনুন রাশি অনুযায়ী জানুন কোন রং ভাগ্য বদলাবে আপনার

পুজোয় নতুন জামা কেনার আগে এবারের নিজের পছন্দের রং বা এবারের পুজোয় কোন রং বেশি ট্রেন্ডিং – সে সব তো মাথায় রাখবেনই। তার সঙ্গে কোন রঙের পোশাক পরা আপনার জন্য বেশি শুভ হবে, সেটাও খেয়াল রাখা কিন্তু জরুরি। তাই জেনে নিন এবারের পুজোয় রাশি অনুযায়ী কোন রং আপনার জন্য শুভ, সেই বিষয়ে কী বলছে জ্যোতিষশাস্ত্র।

মেষ:
এই রাশির অধিপতি মঙ্গল ও শুভ রঙ লাল।

বৃষ:
এই রাশির শুভ রঙ গাঢ় সবুজ বা হালকা নীল।

মিথুন:
মিথুন রাশির গ্রহ অধিপতি বুধ। তাই সবুজ রঙ এই রাশির জাতকদের জন্য লাভজনক।

কর্কট:
কর্কট রাশির জাতকদের শুভ রঙ সাদা। চন্দ্র এই রাশির অধিপতি।

সিংহ:
সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য। গাঢ় লাল, সোনালী, কমলা ও গাঢ় হলুদ এই রাশির জাতকদের জন্য শুভ।

কন্যা:
কন্যা রাশির উপাদান মাটি। এদের জন্য শুভ রঙ গাঢ় বাদামী। আবার বুধ এই রাশির গ্রহাধিপতি হওয়ায় সবুজ রঙও কন্যার জাতকদের জন্য শুভ। এ ছাড়াও গাঢ় নীল রঙও এঁদের জন্য শুভ।

আরও পড়ুন: Astro Tips: মনের মানুষের সঙ্গেই কি বিয়ে? জানুন কোন স্বপ্নে ইচ্ছাপূরণ হতে পারে

তুলা:
তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র। সাদা, গোলাপী এই রাশির শুভ রঙ। আবার হালকা হলুদও এদের জন্য শুভ।

বৃশ্চিক:
বৃশ্চিক রাশির গ্রহাধিপতি মঙ্গল। লাল, মেরুন এই রাশির জাতকদের জন্য শুভ। কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দিতে সক্ষম এই রঙ। কালোও বৃশ্চিকের জাতকদের জন্য শুভ।

ধনু:
গাঢ় নীল ও বেগুনী রঙ ধনু রাশির জন্য শুভ। এই দুটি রঙই ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি করে। আবার ধনুর গ্রহাধিপতি বৃহস্পতি। বৃহস্পতির শুভ রঙ হলুদ।

মকর:
শনি এই রাশির অধিপতি। কঠোর, স্থির ও বিশ্বস্ত মকরের জাতকদের জন্য কালো, গাঢ় বাদামী ও ধূসর শুভ রঙ হতে পারে।

কুম্ভ:
হালকা নীল, অ্যাকোয়ামেরিন ও আকাশী নীল রং কুম্ভের জাতকদের জন্য শুভ।

মীন:
বৃহস্পতি মীন রাশির অধিপতি। বেগুনী এই রাশির শুভ রঙ। এ ছাড়াও নীল, সাদা, ল্যাভেন্ডার ও হলুদ মীনের জাতকদের জন্য শুভ।

আরও পড়ুন: Durga Puja 2022 Timings at Belur Math: কখন সপ্তমী, অষ্টমী, নবমীর পুজো? বেলুড় মঠে কুমারী পুজোর সময় দেখুন