দুর্গাপূজা উপলক্ষে কলকাতার একটি প্রদর্শনীতে খাঁটি সোনার ফয়েল দিয়ে মা দুর্গার মুখ আঁকলেন দিল্লির শিল্পী শুভ্রা চন্দ। ক্যানভাসে রঙ ও সোনার ফয়েলের ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠল মা দূর্গার মুখাবয়ব।
দিল্লিবাসী প্রবাসী বাঙালি শিল্পী শুভ্রা চাঁদের একটি প্রদর্শনী চলছে কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে। সেখানেই সোনার ফয়েলের ওপর দুর্গার প্রাণ প্রতিষ্ঠা চলছে তিলে তিলে। সঙ্গে রয়েছে শিল্পীর আঁকা আরও ৩২টি ছবির প্রদর্শনী।আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। শিল্পী শুভ্রা চাঁদ বাঙালি হলেও থাকেন বাংলার বাইরে, এই প্রথম কলকাতায় তাঁর প্রদর্শনী। এর অভিজ্ঞতাও যেন ঠিক মা দুর্গার ঘরে ফেরার মতোই।
ছবি আঁকার মুহুর্তের ভিডিও রইল আপনাদের জন্য-
#WATCH | West Bengal: Delhi-based artist Shubhra Chand painted Maa Durga’s face with pure gold foil in Kolkata, ahead of the occasion of Durga Puja. pic.twitter.com/bLQWxAPUEr
— ANI (@ANI) September 24, 2023
খাতায় কলমে দেবীপক্ষের এখনও অনেক দেরি। তবে কুমোরটুলিতে দুর্গা গড়ার কাজ শেষের পথে।দুর্গাপুজোর আর একমাসও বাকি নেই , তার প্রস্তুতি চলছে গোটা বাংলা জুড়ে। এদিকে গোটা দেশে শারদীয়া নবরাত্রি পালিত হবে ঠিক ওই সময়েই । আগামী ১৫ অক্টোবর বৃহস্পতিবার শুরু হয়ে তা শেষ হবে ২৪ অক্টোবর শুক্রবার।
আরও পড়ুন: Ganesh Chaturthi 2023: ৬৯ কেজি সোনা ও ৩৩৬ কেজির রুপোর সাজ; দেখুন মুম্বইয়ের সবচেয়ে ধনী গণেশ মূর্তি