রথযাত্রার দিন থেকেই শুরু হয়ে যায় বাঙালির প্রাণের উত্সব দুর্গাপুজোর প্রস্তুতি। প্রথা মেনে রথের দিনে খুঁটি পুজো করে থাকেন অনেক পুজোর উদ্যোক্তারা। অনেক জায়গায় আবার এদিন থেকেই শুরু হয় প্রতিমার কাঠামোয় মাটি লেপার কাজ। তাই রথের চাকা গড়ালেই বাঙালির মনেও বেজে ওঠে উত্সবের বাদ্যি। পঞ্জিকা অনুসারে আর ঠিক চার মাস পরে দুর্গাপুজো। ২০ জুন রথযাত্রার ঠিক চার মাস পর ২০ অক্টোবর পালিত হবে দুর্গাপুজো ২০২৩-এর মহাষষ্ঠী।
রইল অক্টোবর ২০২৩-এর দুর্গাপুজোর দিনক্ষণ-
১৪ অক্টোবর-মহালয়া
২০ অক্টোবর-ষষ্ঠী
২১ অক্টোবর- সপ্তমী
২২ অক্টোবর-মহাষ্টমী
২৩ অক্টোবর- মহানবমী
২৪ অক্টোবর- দশমী
এবার দেবীর আগমণ হবে ঘোটক অর্থাত্ ঘোড়ায়। দেবীর গমনও হবে ঘোটকে। শনিবার মহাসপ্তমীতে দেবীর আগমণকে ‘ছত্রভঙ্গম’ বলা হয়। এর ফলে সামাজিক, রাজনৈতিক ও সামরিক অস্থিরতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়। এটি রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধের ইঙ্গিত। এর ফলে সামাজিক ও রাজনৈতিক ধ্বংস ও অস্থিরতা তৈরি হয়।
দুর্গাপুজোর কদিন পরেই কোজাগরী লক্ষ্মীপুজো। ২০২৩-এ কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ২৮ অক্টোবর শনিবার। কালীপুজো ও দীপাবলি পালিত হবে ১২ নভেম্বর রবিবারে। তার দু-দিন পরে ১৪ নভেম্বর মঙ্গলবার ভাইফোঁটা।