Eid-al-Fitr 2024: Due To Non-Sighting Of Moon, Eid Ul-Fitr To Be Celebrated On This Date

Eid-al-Fitr 2024: ফাঁকি দিল চাঁদ! রাজ্যে কবে ইদ? ঘোষণা নাখোদা মসজিদের

সারা পৃথিবী জুড়ে মুসলিম ধর্মের মানুষরা অপেক্ষা করছেন কখন দেখা যাবে ইদের চাঁদ। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটল।  সৌদি আরবে দেখা গেল ইদের চাঁদ। এক মাস টানা রমজান মাস পালনের পর অবশেষে বুধবার মক্কায়  মুসলিম ধর্মের মানুষরা মেতে উঠবেন ইদ-উল-ফিতরে। কলকাতা-সহ ভারতে ইদ-উল-ফিতরে অনুষ্ঠান হবে বৃহস্পতিবার।

নাখোদা মসজিদের তরফে জানানো হয়েছে, ‘আগামী ১১ এপ্রিল ইদ উল ফিতর উদযাপিত হবে। নাখোদা মসজিদের আহ্বায়ক নাসের ইব্রাহিম জানিয়েছেন, ১৪৪৫ হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ইন শা আল্লাহ বৃহস্পতিবার ইদ উদযাপন করা হবে।’

অন্যদিকে, ভারতের অন্তত তিনটি অঞ্চলে দেখা গেছে পবিত্র শাওয়াল মাসের চাঁদ। তবে রাজধানী দিল্লিসহ বেশিরভাগ অঞ্চলে চাঁদ দেখা যায়নি। যেসব অঞ্চলে আজ মঙ্গলবার (৯ এপ্রিল) চাঁদের দেখা মিলেছে সেসব অঞ্চলে কাল বুধবার ঈদুল ফিতর পালিত হবে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং কেরালায় শাওয়ালের চাঁদ দেখা গেছে। ওই সব অঞ্চলে কালই ইদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। যেসব জায়গায় চাঁদ দেখা যায়নি সেখানে ঈদ পালিত হবে বৃহস্পতিবার। রাজধানী দিল্লির জামে মসজিদের ইমামরা এবং ফতেহপুর মসজিদ কর্তৃপক্ষ ঘোষণা দেয়, যেহেতু চাঁদ দেখা যায়নি ফলে বৃহস্পতিবার ঈদ পালিত হবে।

পাকিস্তানেও শাওয়ালের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল দেশটিতে ইদ উদযাপন করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। পাকিস্তানে আজ মঙ্গলবার রমজানের ২৯তম দিন ছিলো। পাকিস্তানে ও ভারতের কিছু অঞ্চলের পশ্চিম আকাশে শাওয়ালের চাঁদ উঁকি দিলেও; এটি বাংলাদেশে দেখা যায়নি। ফলে বাংলাদেশের সাধারণ মুসল্লিরা এবার ৩০টি রোজা পালন করবেন।