বাংলা নববর্ষের প্রথম দিনই ভক্তদের বিশেষ সুখবর দিল বেলুড় মঠ কর্তৃপক্ষ। নতুন বছরের প্রথম দিন থেকেই দর্শনার্থীদের জন্য পুরোপুরি খুলে দেওয়া হল বেলুড় মঠ। আজ থেকেই ভক্তদের প্রবেশ অবাধ। মন্দির দর্শন থেকে শুরু করে গুরু প্রণাম, আরতি দর্শন সবই করতে পারবেন ভক্তরা।
উল্লেখ্য, করোনাকালীন আবহে সরকারি নির্দেশ মেনে দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়েছিল বেলুড় মঠ। মাঝেমধ্যে বিশেষ কোনও তিথি বা অনুষ্ঠানে বিক্ষিপ্তভাবে কিছুদিনের জন্য মঠ খোলা হলেও একগুচ্ছ বিধিনিষেধ মেনে চলতে হত দর্শনার্থীদের। এরপর ফের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়৷ গত ২৩ ফেব্রুয়ারি চতুর্থবারের জন্য ফের মঠ খোলা হয়েছিল। তবে সেক্ষেত্রেও দর্শনার্থীদের প্রবেশে ছিল একাধিক বিধিনিষেধ। শুধুমাত্র মন্দির দর্শন এবং গুরু প্রণামের অনুমতি মিলেছিল। আরতি দেখা বা গঙ্গার ধারে হাওয়া খাওয়া, কোনওটারই সুযোগ পাননি ভক্তরা। ভোগ বিতরণও বন্ধ ছিল এই ক`দিন।
আরও পড়ুন: Vastu Tips: চটজলদি হবেন কোটিপতি, ঘর সাজান পিতল বা রূপোর মাছ দিয়ে
তবে এবার সুখবর! নতুন বছরের উপহার হিসেবে কোনওরকম বিধিনিষেধ ছাড়াই এবার খুলে দেওয়া হল বেলুড় মঠ। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সকাল ৬টা ৩০মিনিট থেকে বেলা ১১টা ৩০মিনিট পর্যন্ত এবং বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত মঠ খোলা থাকবে। এই সময়ের মধ্যে ঠাকুর দর্শন, মহারাজ প্রণাম ইত্যাদি ছাড়াও আরতি দেখতে পারবেন ভক্তরা। মঙ্গলারতি, সন্ধ্যারতিতে অংশ নিতে পারবেন তাঁরা। এমনকী প্রসাদ বিতরণও শুরু করা হবে মঠের পক্ষ থেকে জানানো হয়েছে। গঙ্গার ধারেও বসতে পারবেন ভক্তরা।
মঠ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সকাল ৬টা ৩০মিনিট থেকে বেলা ১১টা ৩০মিনিট পর্যন্ত এবং বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত মঠ খোলা থাকবে। এই সময়ের মধ্যে ঠাকুর দর্শন, মহারাজ প্রণাম ইত্যাদি ছাড়াও আরতি দেখতে পারবেন ভক্তরা। মঙ্গলারতি, সন্ধ্যারতিতে অংশ নিতে পারবেন তাঁরা। এমনকী প্রসাদ বিতরণও শুরু করা হবে মঠের পক্ষ থেকে জানানো হয়েছে। গঙ্গার ধারেও বসতে পারবেন ভক্তরা।
আরও পড়ুন: Bengali New Year: শুক্রবার বাংলা নববর্ষ, জেনে নিন হালখাতা পুজোর নিয়ম