ভাদ্র মাসের শুক্লপক্ষ চতুর্থীতে গণেশ চতুর্থী পালিত হয়। টানা ১০ দিন ধরে ভগবান গণেশের পুজো করা হয়৷ চলতি বছর গণেশ চতুর্থীর পুণ্যলগ্ন শুরু হচ্ছে ১৮ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ থেকে। এই দিন থেকেই শুরু হবে গণেশের আরাধনা৷
চলতি বছর বেঙ্গালুরুর পুত্তেনাহাল্লিতে সত্য সাই গণপতি মন্দিরে বিরাট চমক রয়েছে। প্রতি বছরই মন্দিরটি বিভিন্ন জিনিস দিয়ে সাজানো হয়। এই বছরও জাঁকজমকভাবে সাজানো হয়েছে এই মন্দির।জানা গিয়েছে, এবার সেই মন্দিরটি ২ কোটি টাকার নোট দিয়ে সাজানো হয়েছে।
#WATCH | Bengaluru: Sri Sathya Ganapathi Temple in Puttenahalli, JP Nagar has adorned its premises with Indian currency notes and coins. The decorations include Rs 500, Rs 200, Rs 100, Rs 50, Rs 20 and Rs 10 notes along with coins. pic.twitter.com/7LE65GRxAY
— ANI (@ANI) September 18, 2023
বেঙ্গালুরুর জে পি নগরে পুত্তেনাহল্লিতে শ্রী সত্য গণপতি মন্দিরে গেলেই দেখা মিলবে আড়াই কোটির গণেশের। কী নেই সেই গণেশের সাজসজ্জায়? রয়েছে ৫০০ টাকার নোট। ২০০ টাকার নোট। ১০০ টাকার নোট। ৫০ টাকার নোট। ২০ টাকার নোট। আর ১০ টাকার নোট। সঙ্গে রয়েছে কয়েন। মন্দির থেকে গণেশের বেশভূষা, চারদিকে শুধু টাকারই ছড়ছড়ি। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, মোট ২.১৮ কোটি টাকার নোট ও ৭০ লাখ টাকার কয়েন ব্যবহার করা হয়েছে মন্দির থেকে গণেশের সাজসজ্জায়। ৩ মাস লেগেছে এটা তৈরি করতে। পুজোর পর এই সমস্ত টাকা- নোট ও কয়েন, যাঁরা দিয়েছেন, তাঁদের আবার ফিরিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: Vishwakarma Puja: কেন বিশ্বকর্মা পুজো হয়? অরন্ধনই বা কেন? জেনে নিন