মহারাষ্ট্রে গণপতি বাপ্পার পুজো বাঙালির দুর্গাপুজোর থেকে কম কিছু নয়। এই পুজো নিয়ে শহরবাসীর উন্মাদনা থাকে তুঙ্গে।মুম্বইয়ের জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম জিএসবি সেবা মণ্ডলের পুজো। এখানকার প্রধান আকর্ষণ হল বিশালাকার মূর্তি। এখানে গণপতিকে সাজানো হয় ভারী ভারী গয়না দিয়ে।
মুম্বইয়ের সবচেয়ে ধনীপুজো হিসেবে পরিচিত কিংস সার্কেলের এই পুজোয় এ বছর গণেশ মূর্তি সাজানো হয়েছে ৬৬ কেজি সোনা ও ২৯৫ কেজির রুপো দিয়ে। জানা গেছে এই গয়নার জন্য ৩৮.৪৭ কোটির বিমা করেছে এই পুজো কমিটি। এবং গোটা পুজো উপলক্ষ্যে ৩৬০ কোটির বিমা করিয়েছে জিএসবি সেবা মণ্ডল। নিরাপত্তার কথায় মাথায় রেখে ডিজিটাল পদ্ধিতে মণ্ডপের ভিতরে প্রবেশ করানো হচ্ছে দর্শনার্থীদের। প্রত্যেকের ফেসিয়াল রেকগনিশন রাখা হচ্ছে।
#WATCH | Maharashtra | ‘Richest’ Ganpati of Mumbai – by GSB Seva Mandal – installed for the festival of #GaneshChaturthi.
The idol has been adorned with 69 kg of gold and 336 kg of silver this year. pic.twitter.com/hR07MGtNO6
— ANI (@ANI) September 18, 2023
আরও পড়ুন: Vishwakarma Puja: কেন বিশ্বকর্মা পুজো হয়? অরন্ধনই বা কেন? জেনে নিন
কলকাতায় যেমন দুর্গাপুজোর উদ্বোধন হচ্ছে মহালয়াতে, তেমনই গণেশ চতুর্থীর চার দিন আগে গণপতি বাপ্পা-র প্যান্ডেলেরও ফিতে কাঁটা শুরু হয়েছে। তার মধ্যেও জিএসবি সেবা মণ্ডলের ‘মহাগণপতি’ আলাদা করে নজর কেড়েছে। এই গণেশই দেশের সবচেয়ে দামি গণপতির মূর্তি।
প্রসঙ্গত, চলতি বছরে গণেশ চতুর্থী পড়েছে মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর। শুভদিনে দিল্লির নতুন সংসদ ভবনে বিশেষ অধিবেশন বসবে। উল্লেখ্য, মুম্বইয়ের মতোই হায়দরবাদও শহরের বাসিন্দরাও গণপতি পুজোর আনন্দে মাতেন। ইদানীংকালে বাংলাতেও গণেশ পুজোর ধূম পড়েছে। শহর ও শহরতলিতে হু-হু করে বাড়ছে বারোয়ারি গণেশ আরাধনা।
আরও পড়ুন: Ganesh Chaturthi 2023: ২ কোটির নোট, ৫০ লাখের কয়েনে সেজে উঠেছে ‘গণপতি’, নজর কাড়ছে বেঙ্গালুরু