হজ একটি ফজিলতপূর্ণ ইবাদতের নাম। এটি একটি কষ্টসাধ্য আমলও বটে। হজ পালন করতে যেয়ে অনেকে অজ্ঞতাবশত কিংবা আবেগতাড়িত হয়ে বেশ কিছু ভুল করে ফেলেন। হজ পালনকারীদের উচিৎ এদিকে কঠোর দৃষ্টি দেওয়া। ত্রুটিমুক্ত হজপালনে সচেষ্ট হওয়া।
- রোগব্যধি হতে মুক্তি বা বরকতের জন্য মক্কা-মদিনার বিভিন্ন স্থানের মাটি, পাথর আনা এবং জায়নামাজ বা অন্যান্য কাপড় কাবা শরিফের সঙ্গে মুছে আনা।
- কবরের আজাব মুক্তির জন্য জমজমের পানি দিয়ে ইহরামের কাপড় ধুয়ে আনা। কিংবা কাবার গিলাফের অংশ, সুতা কেটে আনা।
আরও পড়ুন: Shab e-Meraj 2022: আজ পবিত্র শবে মেরাজ, জানুন দিনটির গুরুত্ব ও মাহাত্ম্য
পবিত্র নগরী মক্কার হারাম সীমানয় হজ পালনেচ্ছুদের জন্য যেসব কাজ করা নিষিদ্ধ; তা তুলে ধরা হল-
১. শিকারযোগ্য যে কোনো হালাল জানোয়ার হত্যা করা হারাম।
২. শিকারযোগ্য প্রাণী হত্যার জন্য অস্ত্র সরবরাহ কিংবা ইসারা-ইঙ্গিত করে দেখিয়ে দেওয়ার দ্বারা সাহায্য করাও হারাম।
৩. হারাম সীমানায় গাছ কাটা এমনকি তাজা ঘাস কাটা বা ছেঁড়াও হারাম।
৪. হারাম সীমানায় কোনো জিনিস পড়ে থাকলে সেটা ওঠানোও যাবে না। তবে ওই ব্যক্তি তা ওঠাতে পারবে; যে তার প্রকৃত মালিকের সন্ধান দিতে পারবে।
এ কাজগুলো শুধু কাবা শরিফের চত্বরেই নয়, বরং মিনা-মুজদালিফাও হারাম সীমানার অন্তর্ভূক্ত। তবে আরাফাতের ময়দান হারাম সীমানার অন্তর্ভূক্ত নয়।
আরও পড়ুন: Hajj 2022: হজ পালনকারীদের সুবিধার্থে ৮২ ভাষায় ডিজিটাল স্ক্রিন মক্কা শরীফে