শ্মশান। শব্দটাকে যেন জড়িয়ে রয়েছে ভয়, বিষাদ, দুঃখ, ব্যথা। প্রিয়জনকে শেষ বিদায় জানানোর বেদনা। এমন জায়গায় কি কোনও দিন হোলির মতো আনন্দ উৎসব পালন করা সম্ভব? উত্তরটা যে হ্যাঁ, তা বলাই বাহুল্য। কারণ, সত্যি সত্যিই ভারতে এমন শ্মশান রয়েছে যেখানে ধুমধাম করে পালিত হয় হোলির আনন্দ উৎসব। কিন্তু, শুধু রং দিয়ে নয়। এই হোলি খেলার জন্য ব্যবহার করা হয় মানুষের চিতাভস্মও।
এখানে দোলের রং ফ্যাকাশে। এদিন আকাশ বাতাসে ভাসে কেবল ছাই। শিবের উপস্থিতিতে চলে হোলি খেলা। নিশ্চয় ভাবছেন কারা খেলে এই দোল? এখানে মূলত অঘোরি সাধু সন্ন্যাসীরা দোল খেলেন। চলে মরার খুলির পুজো। যোগ দেন স্থানীয়রা এবং অন্যান্য সাধুরাও। সে এক ভয়াল রূপ। তবে আপনি আমি সেটা চাক্ষুষ করতেই পারি। বরং বলে রাখা ভালো এই সময় বেনারসে হোটেল পাওয়া দায় হয়ে যায়। এতটাই ভিড় থাকে। তবে চটজলদি প্ল্যান বানিয়ে যাবেন নাকি সাক্ষী থাকতে এই অদ্ভুত খেলার!
আরও পড়ুন: Maha Shivratri 2023: ১৬টি ভাষায় সম্প্রচারিত হবে সদগুরু ইশা ফাউন্ডেশনের শিবরাত্রিরের অনুষ্ঠান
এদিকে, বারাণসীর মণিকর্ণিকা ঘাটে শশ্মানের চিতাভস্ম দিয়ে হোলি খেলার রীতি প্রচলিত। সেই প্রচলিত রীতি এবারেও পালিত হল সাড়ম্বরে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে ভিড় করেছিলেন এই হোলি ঘিরে। এদিকে, উত্তর প্রদেশের লখনউ এই হোলি খেলা ঘিরে সাজো সাজো রবে মাতোয়ারা।
লখনউতে মিষ্টির দোকানে রবিবার থেকেই ভিড় ছিল চোখে পড়ার মতো হোলির বাজার কাঁপিয়ে রকেট গতিতে বিক্রি হচ্ছে সেখানে ‘বাহুবলী গুজিয়া’। সব মিলিয়ে হোলির উৎসবে নিজেকে ধীরে ধীরে রাঙিয়ে নিচ্ছে উত্তর প্রদেশ।
আরও পড়ুন: Holi 2023: আসছে রঙ-উৎসব; দোলের দিন কী করবেন, কী করবেন না…