জন্মাষ্টমী, যাকে বলা হয় গোকুলাষ্টমী, কৃষ্ণাষ্টমী। প্রতিবছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই উৎসব পালন করা হয়। চলতি বছর ২৬ আগস্ট উদযাপন হচ্ছে জন্মাষ্টমী। এই উৎসব উপলক্ষে সেজে উঠেছে মথুরার কৃষ্ণ মন্দির, যা কৃষ্ণের জন্মস্থান হিসেবে পরিচিত। সারা বছর মথুরাবাসী এই বিশেষ উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। জন্মাষ্টমীর সময় গোটা শহর সেজে ওঠে নববধুর সাজে। এদিন সকাল থেকেই মন্দির চলছে কৃষ্ণ ভজনা। আগমন ঘটছে হাজার হাজার কৃষ্ণ ভক্তের ।
জন্মাষ্টমীর উৎসব ২৬ অগস্ট ২০২৪ এ পালিত হচ্ছে। শাস্ত্রে বলা আছে, ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন মধ্যরাতে রোহিণী নক্ষত্র থাকে, তখন কৃষ্ণের জন্মদিন পালন করা হয়। এবার জন্মাষ্টমী অত্যন্ত শুভ ও বিরল কাকতালীয়ভাবে পালিত হবে। জন্মাষ্টমীতে অনেক রাজযোগ তৈরি হচ্ছে, যার ফলে শ্রীকৃষ্ণের আশীর্বাদে অনেক রাশির ঘুমন্ত ভাগ্য জাগ্রত হবে, ব্যবসা, চাকরি ও সম্পদ বৃদ্ধি পাবে। জেনে নিন কোন কোন রাশি জন্মাষ্টমীতে উপকার পাবেন। বিশেষজ্ঞদের মতে, যারা গৃহস্থের ধর্ম পালন করেন তারা আজ জন্মাষ্টমী পালন করছেন। বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ অবশ্য ২৭ অগাস্ট পালন করবেন।
২৬ অগস্ট জন্মাষ্টমীতে সর্বার্থ সিদ্ধি যোগ, গজকেশরী যোগ, শশ রাজযোগ গঠিত হবে। এছাড়াও কর্কট রাশিতে বুধের উত্থান ঘটবে।
এই দিন কৃষ্ণ জন্মাষ্টমীর সঙ্গে সঙ্গে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস। জন্মাষ্টমীতেই জন্মগ্রহণ করেছিলেন বাবা লোকনাথ। ১৮৯০ সালে বাবা লোকনাথের মৃত্যু হয়।