Jewellery: Astrological Tips, What happens if you lose your gold or silver

Jewellery: গয়না হারানোর কুফল জানেন? কী বলে জ্যোতিষশাস্ত্র

সোনা বা রুপো (Jewellery) অত্যন্ত যত্ন সহকারে ব্যবহার করতে হয় যাতে কোনও ভাবে তা হারিয়ে না যায়, কারণ এক-একটি গহনা হারানোর এক একটি কুফল ভোগ করতে হয়।

  • হাতের চুড়ি বা বাজু– হাতের চুড়ি বা বাজু হারিয়ে গেলে অত্যন্ত অর্থকষ্টে ভোগান্তি হওয়ার আশঙ্কা থাকে।
  • গলার হার– গলার হার হারিয়ে যাওয়ার অর্থ হল অপমানিত হওয়ার যোগ।
  • টিকলি– টিকলি হারিয়ে যাওয়ার অর্থ হল মাথার চাপ বৃদ্ধির পাওয়ার আশঙ্কা।
  • পায়ের নূপুর– বাঁ পায়ের নূপুর হারিয়ে গেলে দুর্ঘটনার যোগ রয়েছে এবং ডান পায়ের নূপুর হারিয়ে গেলে সম্মানহানি হওয়ার আশঙ্কা।

আরও পড়ুন: Astrology Tips: পিতলের পাত্রে খাবার খেলে উজ্জ্বল হয় ভাগ্য, দূর হয় অর্থ সংক্রান্ত সমস্যা

  • মুকুট– মুকুট হারিয়ে গেলে মাথার রোগে ভুগতে হতে পারে।
  • নাকের নথ– নাকের নথ হারিয়ে যাওয়া মানে বোঝায় আগামী দিনে অপমান হওয়ার যোগ রয়েছে।
  • আংটি– আংটি হারিয়ে যাওয়ার অর্থ হল শারীরিক অসুস্থতা। আগামী দিনে শরীর খারাপ হওয়ার যোগ রয়েছে। কারণ, অকারণ হঠাৎ হঠাৎ শরীর অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
  • কানের দুল– কানের দুল হারিয়ে যাওয়ার অর্থ হল, কোনও খারাপ খবর আসতে চলেছে। বিশেষ করে সোনার কানের দুল হারিয়ে যাওয়া অত্যন্ত খারাপ বলে মনে করা হয়।

আরও পড়ুন: New Year 2023: নতুন বছরে অগ্নি বৃষ্টি-মহামারি আভাস, বলছে Nostradamus Predictions