শাস্ত্র মতে চুল কাটানোর সঙ্গেও আমাদের জীবনের ভালো-মন্দ জড়িত। কোন দিন বা তিথিতে চুল কাটাতে যাচ্ছেন, আবার সে সময় চন্দ্রের অবস্থান কোন রাশিতে, কোন রাশি লগ্নের প্রভাব রয়েছে এ সবই যাচাই করা উচিত বলে পরামর্শ দিচ্ছে জ্যোতিষ শাস্ত্র। এ সম্পর্কে কী বলছে জ্যোতিষ? জেনে নেওয়া যাক।
- ভুলেও অমাবস্যা, এবং ৯, ১৫, ২৩ তারিখে চুল কাটাবেন না। এর পাশাপাশি গ্রহণের সময় চুল কাটানো উচিত নয়।
- জ্যোতিষ মতে চন্দ্র যদি মেষ রাশিতে থাকে, তা হলে চুল কাটানো উচিত নয়। কারণ এর ফলে রোগপ্রতিরোধ ক্ষমতা কমে আসে ও জাতক রোগাক্রান্ত হয়ে পড়তে পারে।
- যে জাতকদের চুল রুক্ষ, শুষ্ক, ভাঙা তাঁরা ধীরগতিতে চুল বৃদ্ধি ও ভালো গুণমানের চুল পেতে হলে কর্কট বা মীনে চন্দ্রের উপস্থিতি পর্যন্ত অপেক্ষা করুন। এই দুটির মধ্যে কোনও একটি রাশিতে চাঁদ এলে চুল কাটাবেন।
আরও পড়ুন: Dhanteras 2022: সোনা-রুপো ছাড়া ভাগ্য ফেরাতে ধনতেরসে আর কী কিনতে পারেন?
- কিন্তু ধনু রাশিতে চাঁদ থাকলে চুলের সঙ্গে কোনও পরীক্ষা-নীরিক্ষা করবেন না।
- যে জাতকদের চুল রুক্ষ, শুষ্ক, ভাঙা তাঁরা ধীরগতিতে চুল বৃদ্ধি ও ভালো গুণমানের চুল পেতে হলে কর্কট বা মীনে চন্দ্রের উপস্থিতি পর্যন্ত অপেক্ষা করুন। এই দুটির মধ্যে কোনও একটি রাশিতে চাঁদ এলে চুল কাটাবেন।
- কেউ যদি মজবুত চুল চায় এবং তাড়াতাড়ি চুল বড় হয়ে যায় এমন প্রত্যাশা রয়ছে যাঁদের, তাঁরা অমাবস্যার আগের বা পূর্ণিমার শেষের সাত দিনের মধ্যে চুল কাটাতে পারেন।
আরও পড়ুন: Chhath Puja wishes 2022: তৃতীয় দিনে সকলকে পাঠান ছট পূজার শুভেচ্ছা