Know the Durga puja calendar of 2023

Durga Puja 2022: ২০২২-এর বোধনেই জানুন ২০২৩-এর নির্ঘণ্ট

উমা এসে গিয়েছেন বাঙালির মনে, ঘরে, মণ্ডপে। তবে বাঙালির কাছে পুজোর শেষ মানে পরের বছরের পুজো শুরু। মনে মনে তো বটেই পুজো উদ্যোক্তাদের কাছেও এক বিজয়ার দিন থেকে পরের বোধনের প্রস্তুতি শুরু হয়ে যায়। নতুন বছরের ক্যালেন্ডার হাতে এলেই দেখতে মনে চায়, কবে আসবেন উমা। কোন কোন বার ছুটি? কোথায় বেড়াতে যাওয়া যায় তার পরিকল্পনা।

আগামী বছর মহালয়া শনিবার। তারিখ ১৪ অক্টোবর। মানে পরের দিনটাও ছুটি পাওয়া যাবে। তবে পুজোর মধ্যেই আবার শনি-রবি পড়ে গিয়েছে। তবে এ বারের মতো ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর ছুটি নষ্ট হবে না। আবহাওয়া ঠিকঠাক থাকলে পুজোয় একটু শীত শীত ভাবও থাকতে পারে। কারণ, পুজো শুরু হচ্ছে অক্টোবরের তৃতীয় সপ্তাহে।

আরও পড়ুন: Durga Puja 2022: এই বছর মা দুর্গার আগমণ হবে হাতিতে, জেনে নিন মায়ের প্রতিটি বাহনের গুরুত্ব

পঞ্চমী ১৯ অক্টোবর বৃহস্পতিবার। বোধন ২০ অক্টোবর শুক্রবার। সপ্তমী ও অষ্টমী পড়েছে শনি ও রবিবারে। আর দশমী ২৪ অক্টোবর মঙ্গলবার।

আগামী বার লক্ষ্মীপুজো শনিবার, ২৮ অক্টোবর। কালীপুজো আবার রবিবার। ১২ নভেম্বর। ভাইফোঁটা মঙ্গলে।

আরও পড়ুন: Vastu Tips: অর্থ পেতে দুর্গাপুজোয় বাড়িতে পুঁতে নিন এই গাছগুলি! ফিরবে ভাগ্য