হিন্দু ক্যালেন্ডার অনুসারে, বছরে ২৪টি একাদশী পড়ে। প্রতি মাসে দুটি একাদশী আছে। অধিমাসের সময় একাদশীর সংখ্যা ২৬টি হয়। এর মধ্যে কৃষ্ণপক্ষের একটি একাদশী। শুক্লপক্ষের দ্বিতীয় একাদশী। এবার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ১০ জুন শুক্রবার পড়ছে। এই দিনে মানুষ নির্জলা থেকে ব্রত রাখে। তাই এই একাদশী নির্জলা একাদশী ২০২২ ব্রত নামেও পরিচিত।
একাদশীর উপবাস পালনকর্তা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। এতে ভগবান বিষ্ণুর পাশাপাশি দেবী লক্ষ্মীরও পূজা করা হয়। লক্ষ্মী নারায়ণের প্রসন্নতায় ঘরে ধন, অন্ন ও সুখের প্রাচুর্য আসে। সকল প্রকার দুঃখ দূরকারী এই নির্জলা একাদশীর উপবাস অত্যন্ত কঠিন। এটা খুব সাবধানে করতে হবে।
একাদশীর শুভক্ষণ
একাদশী তিথি শুরু- ১০ জুন সকাল ৭টা ২৫ মিনিটে
একাদশী তিথি সমাপ্ত- ১১ জুন সকাল ৫টা ৪৫ মিনিটে
পারণ বা ব্রতভঙ্গের সময়- ভোর ৫টা ৪৯ মিনিট থেকে ৮টা ২৯ মিনিট পর্যন্ত।
নির্জলা একাদশীতে দানের গুরুত্ব
একাদশীতে স্নান, পুজো ও দান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। নির্জলা একাদশীর দিনে জল ও কলসি দান করাকে শ্রেষ্ঠ মনে করা হয়। এ ছাড়াও এদিন অন্ন, কাপড়, ছাতা, পাখা, ফল ও মিষ্টি দান করাও শুভ।
আরও পড়ুন: Astro Tips: চোখের পাতা পিটপিট করছে? জেনে নিন এর পিছনে লুকিয়ে থাকা শুভ-অশুভ ইঙ্গিত
নির্জলা একাদশীর দিনে বিশেষ গুরুত্ব দিতে হবে যে বিষয়গুলিতে
১. এই একাদশী তিথিতে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান ইত্যাদির পর সূর্যকে জল অর্পণ করুন। তার পর উপবাসের সংকল্প নিন। এর পর হলুদ রঙের পোশাক পরুন।
২. নির্জলা একাদশীর দিনে ভুলেও তরল পদার্থ যুক্ত ফল খাবেন না। আবার এদিন জল পান করাও নিষিদ্ধ। নির্জলা একাদশীতে তৃষ্ণার্তদের জল পান করানোও শুভ।
৩. বাড়ির ছাদ, বারান্দা বা জানালায় পশু-পাখিদের জন্য জল ও অন্ন রাখা উচিত।
৪. নির্জলা একাদশীর দিনে ব্রহ্মচর্য পালন করার বিধান রয়েছে।
৫. এই তিথিতে দান করলে, ক্ষুধার্তদের খাবার খাওয়ালে, পশু-পাখিদের অন্ন দিলে অনন্ত ফল লাভ করতে পারেন।
৬. কারও জন্য মনে ঘৃণা ও ক্রোধ রাখবেন না। পাশাপাশি মোহ ও লোভ করা থেকে দূরে থাকুন।
৭. স্বাস্থ্য সমস্যা থাকলে এই ব্রত করবেন না। কারণ এই ব্রত অত্যন্ত কঠিন এবং অসুস্থ হয়ে পড়তে পারেন।
৮. নির্জলা একাদশীর উপবাস রাখলে দশমী তিথি থেকেই নিজের খাবার-দাবারের প্রতি নজর দিতে হবে। দশমীর দিন থেকেই তামসিক, আমিষ খাবার খাওয়া বন্ধ করুন। এ ছাড়াও মদ্যপান বা কোনও ধরনের নেশা করবেন না।
৯. নির্জলা একাদশীতে ভাত খেতে নেই। এ ছাড়াও বেগুন, বিট ইত্যাদি খাবেন না।
আরও পড়ুন: Astro Tips: এই পাঁচ ফুলের গন্ধেই বাড়িতে আসবে সুখ আর সমৃদ্ধি, জেনে নিন রাখার নিয়ম