Pitri Paksha 2023 starts from today, know the food restriction

Pitri Paksha 2023 : আজ থেকেই শুরু পিতৃপক্ষ, কোন খাবার খেতে নেই? তিথি শুরু কখন

আজ ২৯ সেপ্টেম্বর শুক্রবার থেকে শুরু হচ্ছে পিতৃপক্ষ। হিন্দু ধর্মে আগামী ১৫ দিনের বিশেষ তাৎপর্য রয়েছে, এই সময়ে পিতৃপক্ষের পূজা করা হয় এবং শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয়, এটি করলে পিতৃপক্ষের আশীর্বাদ পাওয়া যায় এবং পিতৃদোষ থেকেও মুক্তি পাওয়া যায়। এটি শেষ হলেই হবে দেবীপক্ষের সূচনা।পিতৃপক্ষে পরিবারের দেবতা এবং পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা হয়। বছরে পনেরো দিন বিশেষ সময়ে শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয়, তা আজ থেকে শুরু হয়েছে।

পিতৃপক্ষ কখন হয়? 

পিতৃপক্ষ ভাদ্রপদ মাসের পূর্ণিমার দিন থেকে শুরু হয়ে আশ্বিন মাসের অমাবস্যার দিন পর্যন্ত চলে। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয়। ভাদ্রপদ পূর্ণিমায়, বছরের যে কোনও পূর্ণিমার দিনে যারা মারা যান তাদের জন্য শ্রাদ্ধ করা হয়। শাস্ত্রে, আশ্বিন অমাবস্যার ভাদ্রপদ পূর্ণিমার দিনে যারা দেহত্যাগ করেন তাদের তর্পণ করার পরামর্শ দেওয়া হয়।বছরের যে কোনও পক্ষের যে তিথিতে পরিবারের পূর্বপুরুষের মৃত্যু হয়েছে, সেই পিতৃপক্ষের তিথিতেই শ্রাদ্ধ করতে হবে।

পিতৃপক্ষ শেষ হবে ১৪ অক্টোবর। যদিও প্রকৃত বিশ্বাস ও নিষ্ঠার অনুভূতি থাকলে পূর্বপুরুষরা খুশি হন, কিন্তু প্রতিদিন কিছু বিষয় মাথায় রাখলে জীবনে সুখ-শান্তি লাভের পথ সুগম হবে এবং পিতৃ দোষ থেকে মুক্তি পাবেন। এই সময়ে কিছু খাবার খেতে নেই। জেনে নেওয়া যাক, সেগুলি কী কী।

গাজর এবং মুলো: পিতৃপক্ষে এই দুই মূল জাতীয় খাবার খাওয়া উচিত নয়। মনে করা হয়, এথে রাহু কুপিত হন। তাতে অশুভ প্রভাব পড়ে। সেই কারণে আগামী ১৫ দিন এগুলি এড়িয়ে চলাই ভালো।

পিতৃপক্ষ ২০২৩ তিথি : পিতৃপক্ষ আজ ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। এর প্রতিপদ তিথি হবে আজ বিকেল ৩টে ২৬ মিনিট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ আগামী কাল দুপুর ১২টা ২১ মিনিট পর্যন্ত।