Ramadan 2023: Reasons for breaking the fast

Ramadan 2023: জোরপূর্বক সহবাস, ভুলবশত কোনো কিছু খাওয়া – জানুন যেসব কারণে রোজা ভেঙে যায়

রোজার আরবি শব্দ সিয়াম। এর আভিধানিক অর্থ বিরত থাকা। ইবাদতের নিয়মে সূর্যোদয়ের পূর্ব থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সময়ে পানাহার ও কোনো পাপকার্য থেকে বিরত থাকাই সিয়াম সাধনা। রমজান মাসে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে রোজা পালন করতে হয়। যদি কেউ এসব নিয়ম যথাযথভাবে পালন না করেন তাহলে তার রোজা ভেঙে যেতে পারে।

  • কুলি করার সময় অনিচ্ছায় গলার ভেতর পানি প্রবেশ করলে।
  • প্রস্রাব-পায়খানার রাস্তা দিয়ে ওষুধ বা অন্যকিছু শরীরে প্রবেশ করালে।
  • রোজাদারকে জোর করে কেউ কিছু খাওয়ালে।
  • রাত অবশিষ্ট আছে মনে করে সূর্যোদয়ের পর পানাহার করলে।
  • ইফতারের সময় হয়েছে ভেবে সূর্যাস্তের আগে ইফতার করলে।
  • মুখ ভরে বমি করলে।

আরও পড়ুন: Ramadan Fasting Hours 2023 : কোথাও ১১ ঘণ্টা, আবার কোথাও ২০ ঘণ্টা! জানুন ভারত – বাংলাদেশে এই বছর কত ঘণ্টা রোজা?

  • জোরপূর্বক সহবাস করলে। এক্ষেত্রে স্ত্রীর শুধু কাজা করতে হবে এবং স্বামীর কাজা-কাফফারা দু’টোই করতে হবে
  • খেয়ে, রোজা ভেঙে গেছে ভেবে ইচ্ছা করে আরও কিছু খেলে।
  • বৃষ্টির পানি মুখে পড়ার পর তা খেয়ে ফেললে।
  • কান বা নাক দিয়ে ওষুধ প্রবেশ করালে।
  • জিহ্বা দিয়ে দাঁতের ফাঁক থেকে ছোলা পরিমাণ কোনো কিছু বের করে খেয়ে ফেললে।
  • অল্প বমি মুখে আসার পর ইচ্ছাকৃতভাবে তা গিলে ফেললে।

এসব কারণে রোজা ভেঙ্গে যায়। তবে এরপর খাওয়া যাবে না। সারা দিন রোজার মতোই থাকতে হবে। এরূপ রোজার কাজা করা করতেই হবে।

আরও পড়ুন: Ramadan 2023: রমজানের রোজার নিয়ত, সেহেরি ও ইফতারের দোয়া