Ramadan Fasting Hours 2023 — These Countries May Fast for Up to 20 Hours a Day

Ramadan Fasting Hours 2023 : কোথাও ১১ ঘণ্টা, আবার কোথাও ২০ ঘণ্টা! জানুন ভারত – বাংলাদেশে এই বছর কত ঘণ্টা রোজা?

চলছে রমজানের প্রস্তুতিমূলক মাস শাবান। এই মাস শেষ হলেই মহিমান্বিত মাস রমজান শুরু হবে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে যেমন রোজা শুরু বা শেষ হওয়ার তারিখ নির্ধারিত হয়, তেমনি সূর্যের উদয় বা অস্ত যাওয়ার ওপর নির্ভর করে রোজার সময়। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলতি বছরের মার্চের ২৩ তারিখ এবং বাংলাদেশসহ আশপাশের দেশগুলোতে পরের দিন ২৪ তারিখ রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে বেশি সময় রোজা রাখবেন যারা
এবার সবচেয়ে বেশি সময় রোজা রাখতে হচ্ছে গ্রিনল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড বাসিন্দাদের। এসব দেশের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী মুসলমানেরা প্রায় ২০ ঘণ্টা রোজা রাখবেন।

  • সুইডেন, জার্মানির মুসলমানদের প্রায় ১৯ ঘণ্টা রোজা রাখতে হবে।
  • একইভাবে লন্ডন, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ডেনমার্ক, পোল্যান্ডে প্রায় ১৮ ঘণ্টা।
  • আইসল্যান্ডে সাড়ে ১৬ ঘণ্টার, পোল্যান্ড ১৫ ঘণ্টার মতো, ব্রিটেন ও ফ্রান্স ১৫ ঘণ্টা এবং পর্তুগালে প্রায় ১৬ ঘণ্টা।

আরও পড়ুন: Shab-e-Barat 2023: জেনে নিন শবে বরাতের ইতিহাস এবং গুরুত্ব

সবচেয়ে কম সময় রোজা রাখা দেশগুলো

  • দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে রোজার সময়কাল কম হবে। নিউজিল্যান্ড, আর্জেন্টিনা এবং দক্ষিণ আফ্রিকার মুসলমানদের গড়ে মাত্র ১১ থেকে ১২ ঘণ্টা রোজা রাখতে হবে।
  • দক্ষিণ আফ্রিকা (জোহানসবার্গ), ব্রাজিলের মুসলমানদের ১১ ঘণ্টা, আর্জেন্টিনা ১১ ঘণ্টা ২০ মিনিটের মতো, নিউজিল্যান্ড ও প্যারাগুয়ের মুসলমানদের প্রায় ১২ ঘণ্টা রোজা রাখতে হবে।
  • বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে প্রতিদিন সাড়ে ১৩ ঘণ্টা থেকে ১৫ ঘণ্টা রোজা রাখতে হবে।

আরও পড়ুন: ISLAM: ইসলাম গ্রহণ করলেন ব্রিটিশ শেফ মার্কো পিয়ের হোয়াইটের ছেলে